।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, দূত, তাদের প্রতিনিধিবৃন্দ।
অন্তিম যাত্রায় শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসছেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপের বিশেষ প্রতিনিধিরা বুধবার ঢাকায় পৌঁছাবেন
বেগম জিয়ার জানাজায় যোগ দিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা গত রাতে ঢাকা এসে পৌঁছেছেন।
নেপাল সরকারের পক্ষ থেকে শেষ শ্রদ্ধায় যোগ দিতে তিনি এই সফরে এলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম। আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসবেন।
এছাড়াও তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল
পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর বিশেষ দূত।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে। তার জানাজায় অংশ নিতে এরই মধ্যে একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ঢাকায় এসেছেন।