শিরোনাম :
আবু সাঈদের কবর জিয়ারত ও মায়ের দোয়া নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু এনসিপির খুলনায় জুলাই আন্দোলনের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: ৩৬ দিনের কর্মসূচি সমূহ জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম: ওয়াশিংটন পোস্ট জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ১ জুলাই : স্বৈরাচারী আওয়ামী লীগ পতনের ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সূচনা আজ ব্যাংক হলিডে : বন্ধ থাকবে লেনদেন ৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে

খুলনায় জুলাই আন্দোলনের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

  • আপলোড টাইম : ১২:২১ পিএম, মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩ Time View
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
খুলনায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের জুলাই আগস্ট স্মৃতিকে স্মরণে রাখতে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ আটটি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবার ৩০ ‍ুজন খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার লিখিত বক্তব্য পাঠ করে শোনান জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো যোদ্ধা আব্দুল্লাহ আল শাফিন।

সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত বীরদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলা হয়, যারা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার হয়ে নিজেদের উৎসর্গ করে দিলেন তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা সমাজের প্রতিটি ঘরে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারছি।

সংবাদ সম্মেলনে জুলাই ৩৬ দিনের কর্মপরিকল্পনা পেশ করা হয়। এর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের জন্য স্মরণসভা ও দোয়া প্রার্থনা, রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, রাজনৈতিক সচেতনতামূলক ক্যাম্পেইন, স্কুল-কলেজে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে জুলাই বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন, পথ নাটক, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রদর্শনী ও জুলাই প্রদর্শনী, শহর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, ট্র্যাশান শো, মঞ্চ নাটক ও গান, কবিতা পরিবেশনা, জুলাই স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন, গ্রাফিতি সংরক্ষণ কর্মসূচি, টেরাকোটার মাধ্যমে স্মৃতি সংরক্ষণ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা, জনতার শপথ কর্মসূচি, এক ক্লিকে প্রতিবাদ (ফটো ক্যাম্পেইন), জুলাই শিক্ষা সপ্তাহ-স্কুল কলেজে সচেতনতামূলক কর্মসূচি, আদর্শ জেলা খুলনা-প্রচারণা ক্যাম্পেইন, ছাত্র যুব সম্মেলন, সচিত্র প্রদর্শনী ‘জুলাই থেকে জেগে ওঠা’, গণ শুনানি- আহত ও নিপীড়িতদের কণ্ঠে ইতিহাস, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ, ‘বিচার চাই, রাজনীতিকরণ নয়’ কর্মসূচি ও মাসব্যাপী পোস্টারিং, পথনাটক ও দেয়ালিকা প্রদর্শন।

সংবাদ সম্মেলনে বিপ্লবের অগ্নিগর্ভ থেকে গড়ে ওঠা জুলাই ভিত্তিক সংগঠন- বৈষম্যবিরোধী বিরোধী আন্দোলন, রেড জুলাই, জুলাই রেভ্যুলেশনারি এলায়েনস, জাস্টিস ফর জুলাই, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, রঙমশাল ও পুসাব নেতৃবৃন্দ অংশ নেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech