Breaking News:


শিরোনাম :
আমাদের প্রতিবেশী দেশগুলোর উপদেশের প্রয়োজন নেই, আমরা জানি কী করতে হবে এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব খুলে দেওয়া হলো মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক আইনশৃঙ্খলা বাহিনীকে সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষনা সিটিস্ক্যানে হাদির মস্তিষ্কে ইসকেমিয়া বৃদ্ধি, অবস্থা এখনও সংকটজনক অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার লন্ডনে বিদায়ের দিন বিমানবন্দরে কেউ ভিড় করবেন না – তারেক রহমানের অনুরোধ টিভিতে নির্বাচনী প্রচারে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ

খুলে দেওয়া হলো মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক

  • আপলোড টাইম : ১০:১৬ পিএম, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মিরপুরের বহুল প্রতীক্ষিত ৬০ ফিট সংযোগ সড়ক নির্মাণের পর সর্বসাধারণের যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।

বুধবার ১৭ নভেম্বর বিকেলে রাজধানীর মিরপুরে এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, এই শহরের গত ১৫, ২০ কিংবা ৩০ বছরের যে পেন্ডিং কাজগুলো রয়েছে, সেগুলো আমরা একে একে সমাধান করার চেষ্টা করছি। ৬০ ফিট সংযোগ সড়কের কাজটি দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে ছিল। সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করে মাত্র ২ মাসেই আমরা নগরবাসীর জন্য রাস্তাটা খুলে দিতে পেরেছি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই রাস্তাটির একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। তা হলো—সরকারের সব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি এক জায়গায় এসে কাজ করে, তাহলে এই নগরকে এখনো বাসযোগ্য করে তোলা সম্ভব।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। এ লক্ষ্যে ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নামে সিটি জরিপে রেকর্ড করা ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং ডাকবিভাগের জমি অধিগ্রহণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech