Breaking News:


শিরোনাম :
ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা নওগাঁর সাপাহারে দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ মধ্যরাতে সংবর্ধনায় ভাসলো ঋতুপর্ণা ও আফঈদারা বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত ঢাকার আকাশ থাকবে আংশিক মেঘলা : হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা অন্তর্বর্তী সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় ‘ন্যূনতম হস্তক্ষেপ’ করেনি: প্রেস সচিব আল আকসা নিয়ে ইসরায়েলকে হামাসের নতুন হুঁশিয়ারি! শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় : সিরিজে সমতা নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর চায়

গাছের সঙ্গে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কা: ২ জন নিহত

  • আপলোড টাইম : ১১:৫৪ এএম, বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৮ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গাছের সঙ্গে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দু’জন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার ২৬ জুন ভোররাত ৩টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের অপর দুই আরোহী।

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক যশোর সদর উপজেলার উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুঁই খাতুন (৩০) এবং খড়কি স্টেডিয়ামপাড়ার আব্দুল হকের ছেলে মাসুদুর রহমান মিলন (৪০)। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

আহতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন হোসেন (৩২) ও যশােরের এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে ৩টার দিকে দ্রুতগামীর প্রাইভেটকারটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। চালকের আসনে ছিলেন জুঁই খাতুন।

এ সময় নতুনহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান পাশের একটি রেইনট্রি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুঁই ও মিলন মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত মামুন ও মাসুদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার্ড করা হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের সহযোাগিতায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech