Breaking News:


শিরোনাম :
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল আবেদনের শেষ দিন আজ তেঁতুলিয়ায় ৬.৯ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন অমানবিক ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ফখরুল যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থা ধ্বংসে বড় ভূমিকা রাখছে বললেন জার্মান প্রেসিডেন্ট দরপতন ঠেকাতে আরও ২০৬ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি- শীতের আমেজ দিনভরই অব্যাহত থাকতে পারে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিকের আশ্বাস যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে ‘অস্বাভাবিক’ নয় : পররাষ্ট্র উপদেষ্টা বিপিএল: রাজশাহীর ৪ উইকেটে জয়, নোয়াখালীর টানা ষষ্ঠ হার

‘চীন, রাশিয়া, ইরানকে তাড়িয়ে দাও’- একচেটিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব‘র আব্দার মার্কিনীদের

  • আপলোড টাইম : ১১:২০ এএম, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, ভেনেজুয়েলা যদি আরও তেল উত্তোলন করতে চায়, তবে রাশিয়া, চীন, ইরান ও কিউবার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

হোয়াইট হাউসের পরিকল্পনার সঙ্গে পরিচিত তিনজনের বরাত দিয়ে মঙ্গলবার ৬ জানুয়ারি এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে পরিচালিত এক অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে মার্কিন কমান্ডোরা। তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা এই ঘটনাকে তাদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসের দাবি—ভেনেজুয়েলা তেল উৎপাদনের ক্ষেত্রে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব করবে। এই শর্ত পূরণ না হলে দেশটির ওপর চাপ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চান ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বে নতুন সরকার চীন, রাশিয়া, ইরান এবং কিউবার সাথে অর্থনৈতিক সম্পর্ক ‘ছিন্ন’ করুক।

একইসঙ্গে ট্রাম্প প্রশাসন চায়, ভেনেজুয়েলা তেল উৎপাদনে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদার হোক এবং ভারী অপরিশোধিত তেল বিক্রির সময় আমেরিকার পক্ষে থাকুক, সূত্রের বরাত দিয়ে এবিসি নিউজ এসব তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে জোর দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার তেল শিল্পে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার রয়েছে। তার ভাষায়, মাদুরোর পূর্বসূরি হুগো শ্যাভেজ অন্যায়ভাবে এসব সম্পদ ‘জাতীয়করণ’ করেছিলেন।

ট্রাম্পের কথা অনুযায়ী প্রথমত, ভেনেজুয়েলাকে চীন, রাশিয়া, ইরান এবং কিউবাকে বহিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। দ্বিতীয়ত, ভেনেজুয়েলাকে তেল উৎপাদনে একচেটিয়াভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্ব করতে এবং ভারী অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে আমেরিকার পক্ষ নিতে সম্মত হতে হবে। সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। চীন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ এবং এর বৃহত্তম তেল ক্রেতা।

তবে ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া মাদুরোর মিত্র ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কড়া সমালোচনা করেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো ‘বিদেশি এজেন্ট’ ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। একই সঙ্গে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech