।।বিকে ডেস্ক রিপোর্ট।।
কুষ্টিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ‘ক্যাটাগরি-সি’ আহত ৪৯২ জনকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
সোমবার ১২ মে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে সহায়তার চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি প্রত্যেক আহত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলার ইউএনও পার্থ প্রতিম শীল। কুষ্টিয়ার ছয়টি উপজেলার আহতদের মাঝে এই চেক বিতরণ করা হয়।