।।বিকে রিপোর্ট।।
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়ক পাশে ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মৃত উদ্ধার হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২৯ জুলাই রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যেই নিজ এলাকায় জানাজার নামাজ শেষে পুরাতন জামে কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার পৌর সাবেক ওয়ার্ড কমিশনার মরহুম মুন্সি ওয়ালিউল্লাহ বাবলুর মেয়ে। এদিকে মাকে হারিয়ে যমজ দুই শিশু আরিয়ান ও আয়ান কান্নায় ভেঙে পড়েছে। মাকে ডাকছে বারবার। অঝোরে কাঁদছে তারা। পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
জ্যোতির ভাই শোভন বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে মিরপুরে বসবাস করতেন। নিকুঞ্জ এলাকার মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিল সে।
গত রবিবার ২৭ জুলাই রাতে অফিশিয়াল কাজে বের হয়েছিল জ্যোতি। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে জ্যোতি নিখোঁজ হয়। এরপরই স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি শুরু করলেও পায়নি। ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার ৩০ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে পাশের একটি বিলের কচুরিপানা থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে মঙ্গলবার সোয়া ৯টার দিকে অ্যাম্বুলেন্সযোগে নিজ এলাকায় পৌঁছায়। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর স্থানীয় মসজিদে জানাজার নামাজ শেষে পাশেই পুরাতন জামে মসজিদের কবরস্থানে জ্যোতির মরদেহ দাফন করা হয়।