।।বিকে ডেস্ক।।
টাঙ্গাইলে পৃথক পৃথক অভিযানে প্রায় ২৩ লাখ টাকার মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের র্যাব-১৪।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইলের র্যাব-১৪ টাঙ্গাইল সদর ও মির্জাপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৭শ পিস ইয়াবা ও ৯৪ পিস পরিত্যক্ত ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার দিবাগত রাতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, মাগুরার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল রশিদ শেখের পুত্র রবিউল ইসলাম (৩০) এবং একই এলাকার ট্রাক চালক শাহিন আলম (৩৫)।
র্যাবের কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সিলেট থেকে বালু বোঝাই একটি ট্রাক মাদকদ্রব্য ইয়াবা নিয়ে টাঙ্গাইলের দিকে আসছে। পরে টাঙ্গাইলের মির্জাপুরে তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় বালুর ট্রাকে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২০ লাখ ১০ হাজার টাকা। পরে গাড়ির চালকসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
একই দিন অপর এক অভিযানে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুরে একটি ট্রাকের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৮২ হাজার টাকা। এ ঘটনায় মির্জাপুর এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।