শিরোনাম :
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে : এ্যানি তালেবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ৮.৫৮ শতাংশ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান সাত জেলার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, জাতীয় স্বার্থে ঐকমত্য কমিশনে আলোচনা করা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ দুই বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো ৭ জুলাই

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, ইরানের প্রত্যাখ্যান

  • আপলোড টাইম : ১১:১৪ এএম, মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৮ Time View
ছবি: ফাইল ফটো

যুদ্ধবিরতির ঘোষণা ‘সম্পূর্ণ মিথ্যা’ : ফার্স নিউজ

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
ইসরায়েল-ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ২৪ জুন (স্থানীয় সময়) মধ্যরাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। তবে যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান, বরং ট্রাম্পের ঘোষণাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলেছে তারা।

তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী ‘প্রায় ছয় ঘণ্টার মধ্যে’ এ যুদ্ধবিরতি কার্যকর হবে। যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে।

ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধকে ‘১২ দিনের যুদ্ধ’ বলে নাম দিয়েছেন। তিনি বলেন, ‘২৪ ঘণ্টা পূর্ণ হলে’ এ যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ বলে বিবেচিত হবে।

ঘোষণায় ট্রাম্প উল্লেখ করেন, এটি এমন একটি যুদ্ধ ছিল যা ‘বছরের পর বছর ধরে চলতে পারতো এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারতো’, কিন্তু তা হয়নি, আর কখনো হবে না।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ইরানের হামলা বন্ধ করার শর্তে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ট্রাম্পের এই ঘোষণাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি ফার্স নিউজকে আরও বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পাইনি। ট্রাম্পের এই ঘোষণা মিথ্যা এবং সেটি কয়েক ঘণ্টার মধ্যে (হামলা চালিয়ে) প্রমাণ করা হবে।

তবে তেহরান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা তার আরেকটি মিথ্যা কথা। যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান। দেশটির শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতির কোনো প্রস্তাব তারা পাননি। তিনি বলেছেন, ‘ইরান এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি। তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেন, ইরান স্থায়ী শান্তি অর্জনের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বক্তব্য আমাদের কাছে প্রতারণার অংশ। এই মুহূর্তে শত্রু পক্ষ ইরানের ওপর আগ্রাসন চালাচ্ছে। আমরা শত্রুর মিথ্যা কথায় কান দিচ্ছি না।

যদিও কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে তাদের রাজি করাতে সমর্থ হন।

গতকাল সোমবার রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা হয়।

যদিও ইরান ও দখলদার ইসরায়েল কেউই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech