।।বিকে রিপোর্ট।।
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
শনিবার ২৮ জুন ভোররাত ৪টার দিকে সিংপাড়া-নওয়াপাড়া এলাকায়, হাঁসাড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা হতে ১ কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
শ্রীনগর ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ জানান, খুলনার যশোর থেকে ঢাকাগামী ‘হামদান এক্সপ্রেস’ নামের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পণ্যবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে গুরুতর আহতদের হাসপাতালে নিলে আরও দুইজন মারা যান।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ডাক্তার জালাল। পরবর্তী সময়ে হাসপাতালে নেওয়ার পরে আরও দুজন মারা গেছে। তারা হলেন- যশোর সদর উপজেলার হালিম (৫৫) ও বাসের হেলপার হাসিব (৩২)।
আহত ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।
উদ্ধারকারীরা জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে হামদান এক্সপ্রেস (বাস) যশোর থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইয়ের সমাবেশে আসার পথে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাসারা হাইওয়ে থানার চালটিপাড়া স্থানে যশোর থেকে ঢাকামুখী একটি কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের একাধিক যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক সরিয়ে নেয়া হয়েছে। দুটি যানবাহন জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, অতিরিক্ত গতির কারণে বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, দুজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।