Breaking News:


শিরোনাম :
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে বাছাইয়ে দারুণ শুরু বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত তিন ইস্যুতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-ভিসা ও মোবাইল অ্যাপ চালু নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শাসালেন রুমিন ফারহানা, ভিডিও ভাইরাল ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা ভোটের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির গ্রিনল্যান্ড দখলে বিরোধীতা: ইইউর ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

তিন ইস্যুতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

  • আপলোড টাইম : ০৩:২২ পিএম, রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ তিন বিষয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার ১৮ জুন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হচ্ছে।

যে তিন দাবীতে ছাত্রদল কর্মসূচি দিয়েছে সেগুলো হলো-

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

সরেজমিনে দেখা যায়, ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। ব্যারিকেডের সামনের সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। সেখানে ছাত্রদলের নেতারা বক্তব্য দিচ্ছেন।

কর্মসূচির বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে একটি শ্রেণি দেশে খারাপ পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। ছাত্রদল এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ছাড়া তিনটি বিষয় সামনে রেখে তাঁরা আজ ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি শুরু হয়।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ শুনানির শেষ দিনে ক্রমিক নম্বর ৬১১ থেকে ৬৪৫ পর্যন্ত আপিল এবং এর আগে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা আপিলগুলোর নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। দুপুরে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকেল পর্যন্ত এই শুনানি চলার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech