।।বিকে রিপোর্ট।
দুই দিনের বিরতির পর আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হচ্ছে।
বুধবার ২৫ জুন কমিশনের বৈঠকে বেশ কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্য সূচি হিসেবে থাকছে।
কমিশন সূত্রে জানা যায়, আজকের আলোচ্য বিষয়ের মধ্যে প্রাধান্য পাবে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতিসমূহ, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাঠামো, দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টর ও নির্বাচন প্রক্রিয়া এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি।
এর আগে, গত রবিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা করে। সেদিন একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন বলে আলোচনা করা হয়। এতে বিএনপিসহ ২৭টি দল অংশ গ্রহণ করে। তবে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কমিশন।
উল্লেখ্য, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্ত করার উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। সংলাপের প্রথম দফা অনুষ্ঠিত হয় গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত। সে সময় ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বৈঠক করে।
জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠক রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।।