Breaking News:


শিরোনাম :
টঙ্গীর ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির দাফন সম্পন্ন: মায়ের জন্য কাঁদছে জমজ দুই শিশু ফিলিস্তিনি জনগণকে রক্ষায় অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের জুলাই সনদের খসড়ায় ‘আপত্তি’ এনসিপি ও জামায়াতের রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্কহার নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছে জুলাই গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা ঢাকাসহ আট জেলায় বজ্রবৃষ্টির আভাস বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা খায়রুল হককে আদালতে উপস্থাপনে বিচারিক কাজে অসহযোগিতা: ডিসিকে কারণ জানানোর নির্দেশ জাতীয় বৃক্ষমেলায় ১৪ কোটি টাকায় ১৬ লাখ চারা বিক্রি

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা

  • আপলোড টাইম : ১০:২৯ এএম, শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮৭ Time View
ছবি: পিআইডি

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বৃহস্পতিবার ২২ মে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘হার ডিগনিটি,হার রাইটস: ইউনাইট ফর স্টপিং ভায়োলেন্স উইমেন এন্ড চিলড্রেন’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও পিছিয়ে পড়া মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কুইক রেসপন্স টিম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজকর্মীরা দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে।

শারমীন এস মুরশিদ বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় ‘বাংলাদেশ শিশু অধিকার সনদে’ স্বাক্ষরকারী একটি দেশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৫) অনুযায়ী নারী-পুরুষ সমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আমরা সচেতন নাগরিক এবং সর্বোপরি মানবিক মানুষ হিসেবে দেশের সকল নারী ও শিশুর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমাদের সকলের একটি নৈতিক দায়বদ্ধতা রয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি নারী নির্যাতনের ধীর গতির আইনি ব্যবস্থাকে দ্রুত বাস্তবায়নের নীতি নীতিনির্ধারক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সচেতনতা এবং সক্রিয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে একটি সমন্বিত ও যৌথ উদ্যোগ গ্রহণ করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।

নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে যৌক্তিক ও বিজ্ঞানমনস্ক ন্যায়সঙ্গত দাবির বাস্তবায়নে রাষ্ট্রের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এই মতবিনিময় সভায় সকলের মতামত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে, যা নারী ও শিশুদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা মোকাবেলা একটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনসমূহ সিএসও অ্যালায়েন্স, নারী আন্দোলনের প্রতিনিধি, তরুণ সমাজ এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পরিবেশকর্মী, গণমাধ্যম ও মানবাধিকার সংশ্লিষ্ট সকল পক্ষের জাতীয় ঐকমত্য গঠনে সহায়তা করবে এবং একটি কার্যকর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের পথ সুগম করবে।

ব্র্যাক চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর  পরিচালনায়  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, অধিকার ও উন্নয়নকর্মী খুশি কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।

সভায় নারী ও শিশু অধিকারকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech