।।বিকে রিপোর্ট।।
ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি (পাস কোর্স) সমমানের করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার ১৪ মে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
এদিকে অবরোধের ফলে মোড়টিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
এর আগে আজ সকালে ১০টা দুপুর ১টা নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান দিয়ে প্রজ্ঞাপন জারি করতে ১ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন তারা। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে তাদের বাধা দেয় পুলিশ। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে দুপুর ২টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।
শিক্ষার্থীরা বলছেন, এইচএসসি পাস করে নার্সিংয়ে পড়তে আসি আমরা। ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্সও করি। তারপরও ডিগ্রির মান দেয়া হচ্ছে না আমাদের। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। আমরা চাই, এটিকে ডিগ্রি সমমান করা হোক।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। পুলিশ তাদের সেদিকে যেতে বাধা দিয়েছিল। কাজ হয়নি। আমরা চেষ্টা করছি, শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দিতে।
অন্যদিকে, তিন দফা দাবিতে যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা পদযাত্রা করেন। পুলিশের বাধার মুখে তারা কাকরাইলে অবস্থান নেন।
দুই ঘটনার জেরে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, সায়েন্স ল্যাব, কারওয়ান বাজার, ফার্মগেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।