শিরোনাম :
নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা দেড় যুগ পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত আমির ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি থেকে ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে তারেক রহমানের মনোনয়নপত্র জমা ইউরোপের তিন দেশে তুষারঝড় জোহানেসের তাণ্ডব- ৩ জন নিহত হাইকোর্টের আদেশ স্থগিত, মান্নার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রেললাইনের পাত তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

নিউইয়র্কে অনুষ্ঠিত হবে – চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা ২০২৫

  • আপলোড টাইম : ১০:১০ এএম, রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ Time View

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’ প্রতিপাদ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা ২০২৫’।

আগামী ১৯ ও ২০ এপ্রিল দুই দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

আয়োজকরা জানান, চতুর্থ রেমিট্যান্স মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সরকারী ও বেসরকারী খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভেলপার, মানি একচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার।

মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন সেমিনার, সিম্ফোজিয়াম, কিউ অ্যান্ড এ সেশন এবং নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। মেলা আয়োজক কমিটির রেমিট্যান্স ফেয়ার এবং অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনাও রাখছে। যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক, ব্যাংকার।

এবারের রেমিট্যান্স মেলার প্রতিপাদ্য হচ্ছে : ‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’। এই মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বৃদ্ধিতে প্রবাসীদের উৎসাহ দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।

তারা আরো জানান, নেটওয়ার্কিং সেশনে অংশ নিবেন নিউইয়র্ক ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রধান প্রধান মানি এক্সচেঞ্জ কোম্পানিসমূহ। যার মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং রেমিট্যান্স খাতের সর্বশেষ উদ্ভাবনসমূহ এখানে প্রদর্শিত হবে। আগের আয়োজনগুলোতে দেশের বৃহৎ ব্যাংক, মানি এক্সচেঞ্জ কোম্পানি, রেমিট্যান্স চ্যানেল পার্টনার অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ঢাকা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি,  উত্তরা ব্যাংক পিএলসি উল্লেখযোগ্য ইত্যাদি।

বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনিস লিংক যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

এবারের মেলা নিউইয়র্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটে অনুষ্ঠিত হবে।

চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশ-বিদেশের পাঁচটি সংবাদমাধ্যম। ২০২৫ সালে অনুষ্ঠেয় রেমিট্যান্স মেলার মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দৈনিক ‘বণিক বার্তা’। অর্থনীতি নিয়ে বিশেষায়িত এই পত্রিকাটি রেমিট্যান্স মেলা উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’  ও সাপ্তাহিক ‘ঠিকানা’ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এছাড়া একাত্তর টিভি ও নিউইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন-২৪ রেমিট্যান্স মেলার ওপর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech