।।বিকে রিপোর্ট।।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের টানা প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গাবতলীর বস্তিতে লাগা আগুন।
বৃহস্পতিবার ৬ মার্চ ভোর ৪টা ৩৬ মিনিটে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, বুধবার ৫ মার্চ দিনগত রাত ৩টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগুনে পুড়ে গেছে পার্কিং অবস্থায় থাকা রোজিনা পরিবহনের দুটি বাস। এছাড়া স্থানীয়দের দাবি, আগুনে বস্তির প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে।
ভোরে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা জানান ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফায়ার ফাইটারকে ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতার জন্য ঘটনাস্থলে এসেছিলেন সেনাবাহিনীর সদস্যরাও।
ছালেহ উদ্দিন বলেন, প্রথমে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট এসে একযোগে চতুর্দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিস দেরি করে ঘটনাস্থলে আসছে প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, দেরি করে আসার কোনো কারণ নেই। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা।
বস্তিটি ঝুঁকিপূর্ণ ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, সব বস্তিই আমরা অগ্নিঝুঁকির তালিকায় রাখি। এটিও ঝুঁকিপূর্ণই ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দুইটার দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। ধীরে ধীরে বাড়তে থাকে আগুন। পাশাপাশি কয়েকটি বস্তি থাকায় শেষে অন্য বস্তিতেও ছড়িয়ে যায় আগুন।