Breaking News:


শিরোনাম :
মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা: হাইকোর্টের রায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ ডিগ্রিতে, শীতে ব্যাহত জনজীবন পবিত্র কোরআন হাতে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহন করলেন মামদানি ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক: জানালেন জামায়াতের আমির বিশ্বজুড়ে বর্ণাঢ্য আয়োজনে খ্রিষ্টীয় বর্ষবরণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীজুড়ে পটকা ও আতশবাজি ফুটিয়ে বর্ষবরণ হ্যাপি নিউ ইয়ার- ২০২৬ ঢাকার তাপমাত্রা নেমেছে ১৩.১ ডিগ্রিতে- দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীজুড়ে পটকা ও আতশবাজি ফুটিয়ে বর্ষবরণ

  • আপলোড টাইম : ১০:৩৯ এএম, বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১২ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীজুড়ে পটকা ও আতশবাজি ফুটিয়ে নতুনবছরকে বরণ করতে দেখা গেছে।

বুধবার ৩১ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে, সময় অনুযায়ী ১ জানুয়ারির প্রথম প্রহরে, রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও পটকা ফাটার বিকট শব্দ শোনা যায়। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই আতশবাজি ও পটকা ফাটিয়ে খ্রিষ্টীয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জানায় নগরবাসীর একটি অংশ।

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে পটকা ও আতশবাজি ফোটানোর ওপর পুলিশের নিষেধাজ্ঞা থাকে। তবে এবার পরিস্থিতি ছিল ভিন্ন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোক পালন করা হচ্ছে।

এ উপলক্ষ্যে শোককালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি।

তবে সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবারও বরাবরের মতো নতুন বছর উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, আতশবাজির ঝলকে ঢাকার আকাশ রঙিন হয়ে ওঠে। সঙ্গে ছিল পটকার বিকট শব্দ। তবে আগের বছরের তুলনায় ফানুস ওড়ানোর ঘটনা ছিল কম।

অনেক এলাকায় রাত ১১টা থেকেই পটকা ফাটানো শুরু হয়। এতে করে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন বলে জানা গেছে। বিশেষ করে ছোট শিশু ও বয়স্কদের ক্ষেত্রে পটকার শব্দ শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

এছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech