Breaking News:


শিরোনাম :
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে বাছাইয়ে দারুণ শুরু বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত তিন ইস্যুতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-ভিসা ও মোবাইল অ্যাপ চালু নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শাসালেন রুমিন ফারহানা, ভিডিও ভাইরাল ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা ভোটের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির গ্রিনল্যান্ড দখলে বিরোধীতা: ইইউর ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড টাইম : ১০:৪৮ এএম, রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন যখন ক্রমেই ব্যবসায়িক ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং জনআস্থার রূপরেখা নতুনভাবে নির্ধারণ করছে, তখন বৈশ্বিক হিসাব পেশা এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে- বলে জানালেন বিশেষজ্ঞরা।

বৈশ্বিক প্রেক্ষাপটে হিসাব ও নিরীক্ষা পেশায় দ্রুত পরিবর্তন আসছে। বিশ্ব এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নৈতিক, দক্ষ ও দূরদর্শী হিসাববিদের প্রয়োজন অনুভব করছে। তাই এই খাতে পরিবর্তনের নেতৃত্ব দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার ও টেকসই প্রতিবেদন তৈরিকে গুরুত্ব দিতে হবে।

শনিবার ১৭ জানুয়ারী দক্ষিণ এশিয়ার সনদপ্রাপ্ত হিসাববিদদের (সাফা) নিয়ে আয়োজিত ‘পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন বক্তারা।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করেন। দিনব্যাপী এ সম্মেলনের আয়োজক ছিল দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

সম্মেলনে স্বাগত বক্তব্যে আইসিএবির সভাপতি এন কে এ মোবিন বলেন, আধুনিক টেকসই প্রতিবেদন এখন আর শুধু করপোরেট দায়বদ্ধতার বিষয় নয়। এটি সরাসরি বিনিয়োগ, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও একটি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার সঙ্গে জড়িত।

তিনি বলেন, এখন হিসাবরক্ষকদের কাজ শুধু হিসাব রাখা পর্যন্ত সীমিত নেই; ঝুঁকি বিশ্লেষণ, মূল্যায়ন, নিরীক্ষা, অনুসন্ধান ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নিরীক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে হচ্ছে।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির সাবেক সভাপতি আদিব হোসেন খান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ কেবল স্বয়ংক্রিয়ভাবে প্রতিবেদন তৈরি করা না, বরং সিদ্ধান্ত গ্রহণের মান উন্নত করতে সহায়তা করতে পারে এই প্রযুক্তি। অর্থাৎ উন্নত প্রযুক্তি দায়িত্ব কমায় না, বরং দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। নিরীক্ষা, জনস্বার্থ রক্ষা ও মানদণ্ড মেনে চলার ক্ষেত্রে এই পরিবর্তনকে সঠিক ও দায়িত্বশীলভাবে এগিয়ে নিতে পেশাদার হিসাববিদদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অতিথি বক্তা হিসেবে আইএফএসির প্রেসিডেন্ট জ্য’বুকো বলেন, এই সম্মেলনের আলোচনা বৈশ্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই প্রতিবেদন, নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যতে পেশার দিকনির্দেশনা নির্ধারণে এসব আলোচনা বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, সততা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যায়, তাহলে হিসাববিদেরা বর্তমান অনিশ্চয়তাকে নতুন সুযোগে পরিণত করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এ ছাড়া ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (আইএফএসি) প্রেসিডেন্ট জ্য’বুকো সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আগত প্রতিনিধিরা জাতীয় নেতৃবৃন্দ, হিসাববিদ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ এবং জ্ঞানভিত্তিক আলোচনায় অংশ নেন। সম্মেলনে ভবিষ্যৎ পেশা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেকসই প্রতিবেদনকে কেন্দ্র করে তিনটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech