Breaking News:


শিরোনাম :
ডাকসু নির্বাচনে পরাজয়ের ভয় থেকেই গণভোটের বিরোধিতা: জামায়াত নেতা তাহের ‘নো হাংকি পাংকি’ কোনো আদর্শের রাজনৈতিক ভাষা হতে পারে না : এ্যানি বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, পুলিশসহ আহত ২৫ সরকার নিজেই ভোট ব্যাহত করার মতো ‘অবস্থা তৈরি করছে – মির্জা ফখরুল আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যাপক অবদান রাখছেন : প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে অপপ্রচার : তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাচার ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত নিবন্ধন দিল ইসি সোনারগাঁয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল- অভিযোগ জাতিসংঘের

‘নো হাংকি পাংকি’ কোনো আদর্শের রাজনৈতিক ভাষা হতে পারে না : এ্যানি

  • আপলোড টাইম : ০৯:১৬ পিএম, শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৮ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
“নো হাংকি পাংকি” —এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। জনগণ এই বক্তব্য পছন্দ করেননি। রাজনৈতিক ভাষা এমন হওয়া উচিত নয়, যা সাধারণ মানুষ উপহাস বা অবজ্ঞা করে- বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার ৭ নভেম্বর লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যকে ইঙ্গিত করে এ্যানি বলেন, একজন ইসলামী দলের বক্তা গতকাল যে বক্তব্য রেখেছেন, জনগণ এই বক্তব্যটা পছন্দ করেন নাই। একটা দলের নায়েবে আমীর, দায়িত্বশীল লোক, কীভাবে বলে ‘নো হাংকি পাংকি’। এটা কি রাজনৈতিক ভাষা হইলো?

তিনি বলেন, এটা সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায়? এই রাজনৈতিক নেতৃত্ব যদি এই ধরণের কথা বলে, তাহলে সাধারণ মানুষের উপহাস ও অবজ্ঞা করা ছাড়া আমি মনে করি আর কিছু থাকে না। মনে করেছিলাম উনি যে দায়িত্বে আছেন, একসময় ছাত্র রাজনীতি করেছেন, ডাক্তার, সেইভাবেই কথা বলবেন কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না।

বিএনপি নেতা বলেন, আমরা সাধারণ মানুষের পালস বুঝি, গ্রামে যাই, ঘরে ঘরে যাই, যাচ্ছি। বিএনপি সাধারণ মানুষের দল, গণ মানুষের দল, প্রেসিডেন্ট জিয়ার দল, সহজ স্বাভাবিক রাজনীতি, কঠিন কিছু না। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ঘরে ঘরে মা-বোনদের, প্রত্যেক পরিবারে আপনারা যাবেন, সালাম দিবেন। বেগম খালেদা জিয়ার সালাম দিবেন, তারেক রহমানের সালাম দিবেন, ধানের শীষের সালাম দিবেন, আমার সালাম দিবেন।

তিনি বলেন, আমরা যারা বিএনপি করি, যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান আছে।

জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন প্রমুখ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech