শিরোনাম :
ভূমিকম্পের ঘটনায় ঢাবি বন্ধ ঘোষনা: রবিবার বিকাল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ আগামী নির্বাচনে হক ও বাতিলের ফায়সালা হবে : ডা. শফিকুর রহমান কপ-৩০ চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা বীমা আইন সংশোধনের আগে আইডিআরএ’র সংস্কার প্রয়োজন ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টার নৈশভোজের আয়োজন পঞ্চগড়ে তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই ৩য় বারের মতো ভূমিকম্পে কাঁপলো ঢাকা টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ বাংলাদেশ তার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ অর্জনের অধিকারের ওপর জোর দেয়- তৌহিদ হোসেন

পঞ্চগড়ে তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে

  • আপলোড টাইম : ১০:২১ এএম, রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১ Time View
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। একইসঙ্গে তাপমাত্রায়ও তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

রবিবার ২৩ নভেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, সকালে ঢাকার আকাশ পরিষ্কার ছিল এবং পরবর্তী ছয় ঘণ্টাও আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসের জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৯ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে দিন দিন পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েকদিন ধরেই ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া আর উচ্চ আর্দ্রতার কারণে জেলাজুড়ে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

আজ সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, তবে ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিল।

অন্যদিকে, শনিবার ২২ নভেম্বর একই সময় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী, পঞ্চগড় সদরসহ পুরো জেলায় ভোররাত থেকেই শীতল হাওয়া বইছে। স্থানীয়রা জানান, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও রবিবার তা আরও কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে বলেও তিনি জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech