শিরোনাম :
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ : তিস্তা বাঁচানোর দাবিতে মশাল প্রজ্বলন কর্মসূচি ৩১ অক্টোবরের মধ্যে জুলাই সনদের আইনিভিত্তি দিতে সরকারকে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন রাকসুর ফল ঘোষনা: ভিপি মোস্তাকুর, জিএস সালাউদ্দিন, এজিএস সাব্বির জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি : ৩ দাবী পূরণের শর্ত এবার জেন-জি বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ পেরু : নিহত ১ আহত শতাধিক বেপজায় গার্মেন্টস শিল্প স্থাপনে ১৯.৭২ মিলিয়ন ডলার বিনিয়োগ: চীনা কোম্পানির চুক্তি স্বাক্ষর ঐক্য-মতানৈক্যের জুলাই সনদ স্বাক্ষর আজ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পিআর বোঝে না কেউ, যা মানুষ বোঝে না তা কেন হবে?

বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক শেয়ারে দরপতন

  • আপলোড টাইম : ১১:১০ এএম, শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮৫ Time View
ছবি: প্রতিকী

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। অপরদিকে ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যা শুক্রবার থেকেই কার্যকর হয়েছে।

শুক্রবার ১ আগস্ট এ ঘোষনার পরপরই ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন হয়েছে।

শুল্ক ৩৫ % বৃদ্ধি প্রসংগে গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি জানান, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। জবাবে ড. ইউনুস ৩ মাসের স্থগিতাদেশ চেয়ে চিঠি দিলে তা কার্যকর হয়।

এরপর বাংলাদেশ যুক্তরাস্ট্র ৩ দফা ম্যারাথন বৈঠকের পর  আলাপ আলোচনার শেষে এ শুল্ক ২০ শতাংশে নামিয়ে এনেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে। ভারত দীর্ঘদিন ধরেই এ বাজারটি ধরার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে।

তবে গত মাসে যখন বাংলাদেশের ওপর ট্রাম্প ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেন তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। ওই সময় দেশটির পোশাকের বাজারের শেয়ারের দামও বৃদ্ধি পায়। কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে চিত্র।

বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরই ভারতের কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের শেয়ার ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার ০ দশমিক ৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩ দশমিক ৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টের শেয়ার ২ দশমিক ৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টসের শেয়ার ৩ দশমিক ২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার ২ দশমিক ৮ শতাংশ কমে যায়।

অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান বাণিজ্য চুক্তি করেছে। এরফলে দেশটির পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি। যেখানে গত এপ্রিলে আরোপ করা হয়েছিল ২৯ শতাংশ শুল্ক। এছাড়া পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তেল অন্বেষণেও চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে শুল্কে যে সর্বশেষ পরিবর্তন যুক্তরাষ্ট্র এনেছে এতে দেখা গেছে, ৫০টিরও বেশি দেশের শুল্ক আগের তুলনায় কমানো হয়েছে। যারমধ্যে দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে। এই অঞ্চলের মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম ভারত। যেখানে দেশটির ওপর পূর্বে ঘোষিত ২৫ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech