।।বিকে ডেস্ক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গুনগত প্রশিক্ষন ও উন্নত মানের শিক্ষায় অনন্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজে বিএড ভর্তি কার্যক্রমে মেয়াদ বাড়ানো হয়েছে।
শনিবার ৮ মার্চ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ্য প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে বিএড ভর্তিচ্ছুকদের জন্য আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।
ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের ওয়েবসাইটে ভর্তি বিষয়ক তথ্যে বলা হয়েছে,
ক. ভর্তিচ্ছু আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকতে হবে ।
খ. এসএসসি/দাখিল/সমমান থেকে স্নাতক পর্যন্ত অন্ততপক্ষে যে কোনো দুটি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে ।
গ. কর্মরত শিক্ষক অর্থাৎ স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতায় যাদের বিরতিহীনভাবে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁদের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য। তাদের এসএসসি/সমমান থেকে স্নাতক পর্যন্ত যে কোনো একটি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে । অর্থাৎ যাদের ২টি ৩য় বিভাগ/শ্রেণি আছে তারাও ভর্তি হতে পারবে যদি তাদের শিক্ষকতা পেশায় বিরতিহীনভাবে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা থাকে ।
তবে এছাড়াও কর্মরত শিক্ষকদের বিষয়ে বলা হয়েছে যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম এমপিওভুক্ত শিক্ষক ।
সরকারি/আধাসরকারি সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও বহির্ভূত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, সরকারি প্রকল্পের অধীনে নিযুক্ত শিক্ষক ও ভর্তির সুয়োগ পাবেন।
ঘ. কোনো শিক্ষার্থী একই সময়ে একাধিক কোর্সে কিংবা একাধিক বিশ্ববিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অধ্যয়ন ও পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলে দ্বৈতভর্তিজনিত কারণে তার ভর্তি ভর্তিসমূহ বাতিল বলে গণ্য হবে ।
ঙ. মাদ্রাসা বোর্ডের অধীনে ফাজিল, কামিল এবং ফাজিল বিএ (স্পেশাল) ডিগ্রীধারী ভর্তির অযোগ্য ।
আবেদন করতে হবে অনলাইনে । ভর্তিচ্ছুক শিক্ষার্থীগণ প্রথমে অত্র কলেজে নির্ধারিত ফি জমা দিয়ে কলেজ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নিম্নবর্ণিত ওয়েব সাইটে প্রবেশ করে আবেদন করে আবেদন ফরম পূরণ করে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্টকপি সংগ্রহ করে কলেজ অফিসে জমা দিতে হবে । অনলাইনে আবেদন ফরম পূরণে অত্র কলেজের সহায়তা নেয়া যাবে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট : www.nu.edu.bd/admission
যা জমা দিতে হবে :
অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে :
ক. এসএসসি/সমমান থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ছাড়া ৩ সেট ফটোকপি।
খ. সত্যায়িত ছাড়া ১০ (দশ) কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি ।
গ. জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রীধারীদের মাইগ্রেশন সনদের ফটোকপি ।
ঘ. গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
ঙ. স্নাতক পরীক্ষায় পাশ সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র ।
চ. কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে ক থেকে ঙ পর্যন্ত উল্লিখিত কাগজপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে ।
এমপিও ভুক্তির সত্যায়িত ফটোকপি; এমপিও বহির্ভূত শিক্ষকদের ক্ষেত্রে মাসিক বেতন গ্রহণের প্রমাণাদির কপি; শিক্ষকতার অভিজ্ঞতা সনদের ফটোকপি ম্যানেজিং কমিটি কর্তৃক ছুটি মঞ্জুরের ফটোকপি ।
ছ. কম্পিউটারে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্ট কপির সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজ অফিসে জমা দিয়ে কলেজ থেকে শিক্ষার্থী রিসিভ কপি সংগ্রহ করবে । অসম্পূর্ণ আবেদন ভর্তির অযোগ্য ।
ঝ. সকল কাগজপত্র অধ্যক্ষ সত্যায়িত করবেন । তাই কোনো কাগজপত্র সত্যায়িত করে জমা দেয়ার দরকার নেই । তবে সত্যায়িত করার সময় মূল কাগজ দেখাতে হবে ।
প্রয়োজনীয় অন্যান্য তথ্যাবলীর জন্য আগ্রহী ভতিৃচ্ছুদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভিজিট করতে বলা হলো।