।।বিকে রিপোর্ট।।
আগামী ৫ দিন ঢাকাসহ সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ১ মে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
শুক্রবার ২ মে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়।
সারাদেশে দিনের এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিবে বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার আবহাওয়া বিষয়ক স্ট্যটাসে জানিয়েছেন, শুক্রবার ২রা মে সকাল ৭ টা বেজে ৪০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিভাগ জেলার আকাশ মেঘ-মুক্ত রয়েছে।
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো নির্দেশ করতেছে আজ শুক্রবার ও আগামী ২ দিন (৩, ৪) বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের সক্রিয়তা অপেক্ষাকৃত কম থাকার সম্ভাবনার কথা।
আজ দুপুর ১২ টার পূর্বে দেশের বেশিভাগ জেলায় বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশেষ করে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে দুপুর ১২ টার পূর্বের বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে।
সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা ও ময়মনিসংহ বিভাগের মধ্যবর্তী জেলাগুলোর কোন-কোন স্থানে বজ্রপাত সহ হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।