Breaking News:


শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী আনছে যুক্তরাষ্ট্র – বন্ধ আকাশসীমা খুলে দিয়েছে ইরান নতুন শক্তির কথা বলে ওনারা উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি- দেবপ্রিয় ভট্টাচার্য বিতর্কিত মন্তব্যের পর বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে এক দফা দাবিতে আজও ঢাকার তিন স্থানে অবরোধ কর্মসূচি বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র মোংলা বন্দরের প্রত্যক্ষ সহযোগিতায় শ্রমিকদের মজুরি ২৬ শতাংশ বৃদ্ধি

বিতর্কিত মন্তব্যের পর বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

  • আপলোড টাইম : ০৮:৪৭ পিএম, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১২ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর চরম সমালোচনার মুখে পড়া এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়েছে বিসিবি।

তবে ক্রিকেটারদের দাবি মেনে বোর্ড পরিচালকের পদ থেকে এখনো পদত্যাগ করেননি তিনি।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই খবর জানিয়েছে বিসিবি।

এর আগে আজ দুপুরে নাজমুলের পদত্যাগের দাবিতে খেলা বর্জন করে বিকেলে সংবাদ সম্মেলনে নিজেদের অনড় অবস্থান জানান ক্রিকেটাররা। এই পরিচালক পদত্যাগ না করলে মাঠে না ফেরার কথা বলেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের তিন সংস্করণের তিন অধিনায়কসহ শীর্ষ সব ক্রিকেটার।

এদিকে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের সময় জরুরি অনলাইন সভা করে বিসিবি। এই সভায় সিদ্ধান্ত হয় নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। বিসিবির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাতে চায় যে, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে এবং সংগঠনের সর্বোত্তম স্বার্থে বিসিবি সভাপতি জনাব নাজমুল ইসলামকে অবিলম্বে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বিসিবি সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার লক্ষ্য বোর্ডের কার্যাবলীর নিরবচ্ছিন্ন ও কার্যকর পরিচালনা নিশ্চিত করা।

অর্থ কমিটির দায়িত্ব বিসিবি সভাপতিই আমিনুল ইসলাম বুলবুলই সামলাবেন বলেও জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি ফিন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে তাকে অর্থ কমিটিতে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে কিনা তা নিশ্চিত নয়। গত রাতেও তাকে স্থায়ী কমিটি থেকে সরিয়ে কেবল পরিচালক হিসেবে রাখার প্রস্তাব দেয়া হয় ক্রিকেটারদের। তবে ক্রিকেটাররা নাজমুলের পদত্যাগের দাবিতেই অনড় থাকেন।

এর আগে দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, আপত্তিকর মন্তব্য করায় নাজমুলকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। ৪৮ ঘন্টার ভেতর তাকে জবাব দিতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech