।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল-এ প্রথমবার অংশ নিয়ে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে নবাগত দলটি। এই হারের মধ্য দিয়ে চলতি আসরে টানা ষষ্ঠ ম্যাচে পরাজয়ের মুখ দেখল নোয়াখালী।
বৃহস্পতিবার ৮ জানুয়ারী সিলেটে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে নোয়াখালী এক্সপ্রেস। জবাবে ১৯.৪ ওভারে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স।
রান তাড়ায় নেমে রাজশাহীকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৫ ওভারে তারা তোলেন ৪৭ রান। তানজিদ ২১ রান করে আউট হলে ভাঙে এই জুটি। পরের উইকেটে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ১ রান করে বিদায় নেন। মুশফিকুর রহিম করেন ২২ বলে ১৯ রান।
এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মোহাম্মদ ওয়াসিম।
ডানহাতি এই ব্যাটার ৩৫ বলে ৬০ রান করে আউট হন। এরপর ইয়াসির রাব্বী ৯ ও এসএম মেহেরব ৮ রানে সাজঘরে ফেরেন। শেষদিকে তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করে আসেন রায়ান বার্ল। বার্ল ১৯ ও তানজিম ১ রানে অপরাজিত থাকেন।
এর আগে নোয়াখালীর ইনিংসের শুরুটা ছিল ধীরগতির। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারালেও মাত্র ৪১ রান তোলে দলটি। দলীয় ৫৭ রানে দীপুর বিদায়ে ওপেনিং জুটি ভাঙে। ২৮ বলে ৩০ রান করা দীপুকে রিপন মণ্ডল লেগ বিফোরের ফাঁদে ফেলেন।
এরপর শান্তর বলে আউট হন মাজ সাদাকাত। ১৩ বলে ৭ রান করে ক্যাচ দেন তিনি। আগের দুই ম্যাচে ৬ ও ১ রানে আউট হওয়া সৌম্য সরকার এই ম্যাচে ব্যাটে জ্বলে ওঠেন। বাঁহাতি এই ব্যাটার ৪৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় করেন ৫৯ রান।
মাঝের দিকে মোহাম্মদ নবি ২৬ বলে ৩৫ রান করেন, যেখানে ছিল ১টি চার ও ৩টি ছক্কা। মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান যোগ করেন। অধিনায়ক হায়দার আলি করেন ৬ বলে ৩ রান। শেষদিকে জাকের আলি অনিক মাত্র ১ বল খেলার সুযোগ পান। সবমিলিয়ে সংগ্রহটা দাঁড়ায় ১৫১ রান।
রাজশাহীর বোলারদের মধ্যে রিপন মণ্ডল সবচেয়ে সফল ছিলেন। তিনি ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২টি উইকেট। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেন।
নোয়াখালীর হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান রানা। চার ওভারে ২৫ রানে তিন উইকেট নেন তিনি।
এই জয়ে ছয় দলের পয়েন্ট টেবিলে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী। অন্যদিকে, ছয় ম্যাচে জয়হীন নোয়াখালী তলানিতেই পড়ে রয়েছে এবং কার্যত প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গেছে।