Breaking News:


শিরোনাম :
বিশ্ব ভ্রমণে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি এখন ঢাকায় ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে ভারতে অনুপ্রবেশের সময় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার সংসদ নির্বাচন ও গণভোট: ভিসা প্রদানে নতুন নির্দেশনা পোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’: বিএনপির অভিযোগ ইরান ইস্যুতে ট্রাম্পের উস্কানী অব্যহত: এই উত্তেজনা গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে, সতর্কবার্তা কাতারের এক কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া ক্রয়সহ ৪টি পৃথক প্রস্তাব অনুমোদন নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে

বিশ্ব ভ্রমণে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি এখন ঢাকায়

  • আপলোড টাইম : ১১:৫২ এএম, বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫ Time View
ছবি কোলাজ: বিকে

।।বিকে রিপোর্ট।।
বিশ্বভ্রমণের অংশ হিসেবে একদিনের জন্য বাংলাদেশে এসেছে ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

বুধবার ১৪ জানুয়ারি সকাল ১০টায় বিশ্বকাপ ট্রফিবাহী বিমান বাংলাদেশে পৌঁছেছে।

প্রতিবারের মতো এবারও সোনালী ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। তবে সেই সুযোগের সময়কাল হবে সীমিত। মাত্র ৮ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করবে ট্রফিটি।

এবার বিমানবন্দরে ট্রফি-বরণ অনুষ্ঠানের পর ফিফার স্পন্সর কোকাকোলার সহযোগিতায় দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লুতে রাখা হবে ট্রফিটি। কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনে অংশ নেওয়া ভাগ্যবানরা সামনে থেকে দেখার সুযোগ পাবে ঐতিহাসিক ট্রফিটি।

আয়োজকদের লিস্ট করা নির্দিষ্ট কিছু মানুষ সুযোগ পাবেন সোনায় মোড়ানো ট্রফির সঙ্গে ছবি তোলার। তবে সে অনুষ্ঠানে বাফুফে আমন্ত্রণ পেলেও বাদ পড়েছে ফুটবলারদের নাম। ট্রফি দেখার সুযোগ না পেয়ে আক্ষেপে পুড়ছেন দেশের খেলোয়াড়রা। দুপুর থেকে শুরু হওয়া আনুষ্ঠানিকতা শেষ হবে সন্ধ্যায়। সন্ধ্যা ৬টায় এটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবে।

উল্লেখ্য, প্রতিটি বিশ্বকাপের আগে নিয়ম করেই বিশ্বভ্রমণে বের হয়ে ভক্তদের কাছে গেছে বিশ্বকাপ ট্রফি। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দেখতে পেয়েছিলেন পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের স্বপ্নিল ট্রফিটি। তার আগে ফিফার ট্রফি ট্যুর বাংলাদেশে এসেছে ২০০২ ও ২০১৩ সালে।

প্রসংগত, আগামী বছরের ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। তিন আয়োজক দেশ— কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—জুড়ে অনুষ্ঠিতব্য এই আসরে থাকছে আগের চেয়ে বেশি দল ও বেশি ম্যাচ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবলের এই সর্ববৃহৎ আসর।

৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে ৪টি দল রয়েছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে সি গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল‍্যান্ড ও হাইতি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও। এ ছাড়াও ফ্রান্স ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে। অন্যদিকে রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

ভেন্যুগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটল। কানাডা থেকে বাছাই করা হয়েছে ভ্যানকুভার ও টরন্টো। মেক্সিকো থেকে নির্বাচিত হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে শহরকে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech