।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারত শুধু বিপুল পরিমাণে রাশিয়ার তেল কিনে থেমে নেই, তা আবার মোটা মুনাফায় খোলা বাজারে বিক্রিও করছে—এমন অভিযোগ তুলে ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়ার যুদ্ধযন্ত্র ইউক্রেনে কত মানুষ হত্যা করছে, তাতে ভারতের কোনো মাথাব্যথা নেই।
ট্রাম্পের এই মন্তব্য ও হুমকির কড়া জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তাকে ‘অন্যায্য’, ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেছে ভারত। সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তারা বলেছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো—বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন—রাশিয়া থেকে বিপুল হারে পণ্য ও জ্বালানি আমদানি করে চলেছে। এই প্রেক্ষাপটে শুধু ভারতকে নিশানা করাকে ‘অযৌক্তিক ও পক্ষপাতদুষ্ট’ বলছে নয়াদিল্লি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, যুদ্ধের সময় ভারতের প্রচলিত তেল সরবরাহকারীরা ইউরোপমুখী হওয়ায়, ভারত রাশিয়ার সস্তা তেলের দিকে যেতে বাধ্য হয়। তৎকালীন পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র নিজেও ভারতকে সেই পথ নিতে উৎসাহ দিয়েছিল।
ভারতের সরকারি পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ যথাক্রমে ৬৭.৫ বিলিয়ন ইউরো ও ১৭.২ বিলিয়ন ইউরো। একই বছর ইউরোপ রাশিয়া থেকে ১৬.৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে, যা ২০২২ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
এ ছাড়া খোদ যুক্তরাষ্ট্র এখনো রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, সারসহ নানা রাসায়নিক আমদানি করছে বলে জানায় ভারত।
যেখানে যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত, সেখানে ভারতের ওপর এ হেন আক্রমণ অন্যায্য, অযৌক্তিক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, ভারত দায়িত্বশীল অর্থনীতির মতোই জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা বিবেচনায় সিদ্ধান্ত নেয়। বিশ্ব বাণিজ্যের বাস্তবতা উপেক্ষা করে ভারতকে এককভাবে দোষারোপ করা সম্পূর্ণ যুক্তিহীন।
ভারতের ওপর ইতোমধ্যেই ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ৭ আগস্ট থেকে তা কার্যকর হওয়ার কথা আছে।
গত কাল সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকে দায়ী করে দেশটির ওপর আরও বেশি শুল্ক আরোপের হুমকি দেন তিনি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে ইউক্রেনে কত মানুষ নিহত হচ্ছেন, সে বিষয়টি আমলে না নিয়ে রাশিয়ার কাছ থেকে তেল কিনেই যাচ্ছে ভারত। এ কারণে তিনি ভারতের পণ্যের ওপর উল্লেখযোগ্যভাবে শুল্কের পরিমাণ আরও বাড়াবেন।
ট্রাম্পের এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ ইস্যুতে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।