শিরোনাম :
সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি বজ্রপাতে কিশোরগঞ্জে ৩ কৃষকের মৃত্যু, আহত ১ জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল জুলাই শহিদ মুগ্ধ’র মাসহ ৩১ মা পেলেন রত্নগর্ভা মা সম্মাননা ইসরায়েলি বর্বর হামলা অব্যহত: ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বন্ধ হচ্ছে পেজ বাণিজ্য উপদেষ্টার সাথে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীর বৈঠক ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দিত বিএনপি- মির্জা ফখরুল ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস : ৪ ডিগ্রি কমেছে দিনের তাপমাত্রা

ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ

  • আপলোড টাইম : ১২:৪১ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, হাইকমিশনার এখানে না থাকায় আমরা ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করতে বলেছি এবং তার কাছে আমাদের প্রতিবাদলিপি হস্তান্তর করেছি।

তিনি বলেন, ঢাকা এর আগে শেখ হাসিনাকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে বিরত রাখতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছিল, কিন্তু আমরা কোনো সাড়া পাইনি। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ আবারও ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধের মাধ্যমে তাদের আপত্তি জানিয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে অত্যন্ত আক্রমণাত্মক হিসেবে বর্ণনা করে বলেন, এতে তারা তরুণ প্রজন্মের অনুভূতিতে আঘাত লাগতে পারে বলে ইঙ্গিত করে।

শেখ হাসিনা যাতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন তা নিশ্চিত করতে ভারতের প্রতি বাংলাদেশ আহ্বান অব্যাহত রেখেছে উল্লেখ করে হোসেন বলেন, ‘ভারত কী পদক্ষেপ নেয় তা আমরা পর্যবেক্ষণ করব।’

ভারতের সঙ্গে স্বাক্ষরিত পূর্ববর্তী চুক্তিগুলো পর্যালোচনা করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, হোসেন মন্তব্য করেন যে আদানির সঙ্গে চুক্তি বাংলাদেশের সর্বোত্তম স্বার্থে ছিল না।

হাসিনার কার্যকলাপ সম্পর্কে ভারতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ভারত দাবি করেছে তারা তাকে অনলাইনে বক্তৃতা দেওয়ার প্ল্যাটফর্ম প্রদান করছে না।

আন্তর্জাতিক গণমাধ্যমে কভারেজের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় উদ্বেগসহ নেতিবাচক প্রতিক্রিয়া প্রত্যাশা করছি আমরা। তবে, আমরা এটিকে জনসাধারণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করি।

এ সময় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন উপদেষ্টা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech