।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নাটকীয় অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটি সতর্ক করে বলেছে, এটি স্পষ্টভাবে ‘আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি খর্ব করেছে।’
মঙ্গলবার ৬ জানুয়ারী জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দিতে বা বলপ্রয়োগ করতে পারে না।
ভেনেজুয়েলায় সেনা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনায় আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ।
গতকাল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আন্তর্জাতিক আইনের যে ক্ষুণ্ন হয়েছে, তা স্পষ্ট।
এদিকে মাদুরোর একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ (৫৬) সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সংসদীয় অধিবেশনে শপথ নেন। অন্যদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের পর ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়াতে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কারাকাসে মার্কিন সেনা অভিযানের সমালোচনা করে এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের ওই মুখপাত্র বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ওয়াশিংটনের তত্ত্বাবধানে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দায়িত্ব পালন শুরু করায় বহু ভেনেজুয়েলাবাসী আতঙ্কিত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রায় এক দশক ধরে ভেনেজুয়েলার পরিস্থিতির ধারাবাহিক অবনতির বিষয়টি জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে যেভাবে উঠে এসেছে, ঠিক একইভাবে ভেনেজুয়েলার জনগণের অধিকার দীর্ঘ সময় ধরে লঙ্ঘিত হয়ে আসছে। আমরা আশঙ্কা করছি, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ফলে সৃষ্ট বর্তমান অস্থিরতা ও দেশে অত্যধিক সামরিকীকরণ পরিস্থিতিকে আরও খারাপ করবে।