”ভারত নিজেদের স্বারথেই পাকিস্তান দ্বিখন্ডিত করেছিল”-
-সারজিস আলম
আমরাও পাকিস্তান ভেঙ্গে স্বাধীন হতে চেয়েছিলাম- সমস্যা কি?
-ম,ম,বাসেত
।। মো:মাহবুবুল বাসেত।।
আমরা ধরে নিলাম জনাব সারজিস আলমের এই কথাটি একশ ভাগ সঠিক-” ভারত নিজেদের স্বার্থেই পাকিস্তানকে দ্বিখন্ডিত করেছে”- এবং এ ব্যাপারে কোন সন্দেহ নেই।কিন্তু,তাতে আমার সমস্যা কি?
পাকিস্তান আমাদের ওপর অব্যাহতভাবে জুলুম,নির্যাতন চালিয়েে আসছে এবং আমার মুখের ভাষা কেড়ে নিতে চেয়েচে।অবাধ ভোটের মাধ্রমে আমি সরকার গঠনের মত একাই নিরংকুশ সংখ্যাগস্টিতা পেয়েছি-কিন্তু আমাকে সরকার গঠন করতে দিচ্ছেনা পাকিস্তানের শাসক গৌস্ঠী এবং পুর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্রে ভৌগলিক ব্যবধান প্রায় একহাজার কিলোমিটা এবং মাঝখানে ভারত ।।
এমতাবস্হায়, আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে আসতে চেয়েছি।কিন্তু সশস্ত্র যুদ্ধ ছাড়া আমার বেরিয়ে আসার কোন উপায় ছিলনা।ভারত পাাকিস্তান ভাংতে চেয়েছে। আর আমি পাকিস্তান খেকে বেরিয়ে আসতে চেয়েছি। আমার ও ভারতের ইচ্ছা ও উদ্দেশ্য এক ও অভিন্ন হয়েছে।আমি ও আমার এককোটি লোক ভারত গিযে পাকিস্তনের বিরুদ্ধে যুদ্দ ঘোষনা করেছি এবং ভারত পাকিস্তান ভাংগার জন্যে আমাকে সহযোগিতা করেছে এবং আমি এই সহযোগিতা নিয়েছি আমি যাতে দ্রুত স্বাধীন হতে পারি সে জন্যে।সমস্যাটা হল কোথায়?আমি ভারতকে কাজে লাগিয়েছি আর ভারত আমাকে ব্যবহার করেছে-ফলে বাংলাদেশ দ্রুত স্বাধীন হয়েছে।-সমস্যটা কোথায়?
যুদ্ধের পর ভারতীয় বাহিনী আমার কাছে দেশ ছেড়ে দিযে চলে যায়নি?আমি বিষয়টাকে এভাবেও দেখতে পারি ।
ভারত এখন আমার প্রতিবেশী- বিশাল দেশ। ভারতের সাথে আমার সম্পর্ক কি হবে তা নির্ধারন করবে আমার দেশের সরকার। এই সরকার কখনো নতজানু হতে পারে- আবার কোন সরকার দক্ষতার সাথে দৃইদেশের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে পারে–জনগন ভোটের মাধ্যমে দুর্বল বা বলিস্ট সরকার নির্বাচন করবে।আমরা জনগন কখনো কোন সরকারকে ভারতের কাছে আমার দেশের স্বার্থ বিকিয়ে দিতে দেখলে ঐ সরকারকে নির্বাচনের মাধ্যমে সরিয়ে দেব এবং আবার মেজরিটির সরকাকে বসাবো্। ।মাইনরিটি হয়ে আমি চিতকার করতে পারবো /সমালোচনা ও নানা কথা বলতে পারবো বা কারো শিখানো বা গিলানো কথা আউড়াতে পারবে। কিন্তু এতে কি কোন লাভ হবে?
আমার দেশের স্বাধীনতা যৌথ যুদ্ধের ফসল -হোক সেটা কারো পাকিস্তান ভাংগার স্বপ্ন নিয়ে বা কারো পৃথক হওয়ার আকাংখা নিয়ে।আমার দরকার স্বাধীনকা অর্জন-এই প্রত্রিুয়ায় কারো স্বপ্ন বা মনের বাসনা পুর্ন হলে আমার তাতে ক্ষতি কি?আমিতো স্বাধীন বা পৃথক হতে চেয়েছি। আমার স্বাধীনতার বিরোধিতাকারী একটি দল ৫৩ বছর ধরে এই কথাটাই বলতে চাইচে/বলাতে চাইছে-” ভারক পাকিস্তান ভাঙ্গতে চেয়েছেে।আমিওতো ভাঙ্গতে চেয়েছিি/আলাদা হয়ে যেতে চেয়েছি।পাকিস্তান ভেঙ্গে আলাদা হযে যাওয়ায় আমারতো কোন দু;খবোধ হয়না-আমি নিরুপায় হযে বেরিয়ে এসেছি এবং যুদ্ধ করে স্বাধীনতা অর্জ ন করতে হয়েছে আমাদেরকু। হতে পারে ভারত তার জাত শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে এবং ভারতের প্রতিশোদ নেয়ায় আমি উপকৃত হয়েছি।
অতএব ,ভারত আমার বন্ধু এবং আমার প্রতিবেশী্ আমি প্রতিবেশী ছাড়া থাকতে ও চলতে পারবোনা। তাই আমি এই বন্ধুত্ব সহজে নস্ট হতে দেবনা। সোজা হিসাব এবং স্বচ্ছ হিসাব নিকাশ।এই সম্পর্ক অটুট থাকবে ন্যার্যতার ভিত্তিতে-সহমর্মিতা ও সহযোগিতার মানসিকতা নিয়ে।
আমার এ লেখার সাথে দ্বিমত পোষন করার অধিকার সবার রয়েছে এবং আমার এ মতামত গ্রহন করতে আমি কাউকে বাধ্য করছিনা-কোন হুমকী ধমকীও দিচ্চিনা্ এবং এটা করতেও আমি পারিনা। কারন ,আমি সভ্য যুগের একটি রাস্ট্রীয় কাঠামোর মধ্যে বসবাস করি-আইয়ামে জাহলিয়াতের যুগে নয় এবং আমি জাহেলও( নির্বোধ /অশিক্ষিত) নই।।
লেখক: বাঙ্গালী ও বাংলাদেশের নাগরিক