Breaking News:


শিরোনাম :
সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করল কেন্দ্রীয় ব্যাংক সাত অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস টঙ্গীর ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির দাফন সম্পন্ন: মায়ের জন্য কাঁদছে জমজ দুই শিশু ফিলিস্তিনি জনগণকে রক্ষায় অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের জুলাই সনদের খসড়ায় ‘আপত্তি’ এনসিপি ও জামায়াতের রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্কহার নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছে জুলাই গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা ঢাকাসহ আট জেলায় বজ্রবৃষ্টির আভাস বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

  • আপলোড টাইম : ১০:৪৪ এএম, বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। এর পরপরই একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

বুধবার ৩০ জুলাই ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে।

আল জাজিরা জানিয়েছে, ভূমিকম্পের পর জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সম্ভাব্য বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জাপানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামির সতর্কতা জারি করেছে।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, ‘গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। এরপর ওই এলাকার কাছাকাছি আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে—একটি ৬.৯ মাত্রার, অন্যটি ৬.৩ মাত্রার।

যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, উপকূলীয় এলাকায় বিধ্বংসী সুনামির আশঙ্কা থাকায় কিছু অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে হোক্কাইডোর উত্তরে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এবং সেটি ধীরে ধীরে দক্ষিণে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে বলেন, ‘এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক। পরিস্থিতি গুরুতর মনে হচ্ছে।’

রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি থাকায় স্থানীয় প্রশাসন জনসাধারণকে সৈকত ও সমুদ্র উপকূল থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech