।।বিকে রিপোর্ট।।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাতীয় দুটি গুরুত্বপূর্ণ আয়োজন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য পুলিশের সব শাখাকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।
সোমবার ৮ ডিসেম্বর ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার এই নির্দেশনা দেন।
সভায় জাতীয় কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন ও রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) সুষ্ঠুভাবে উদযাপন ও জাতীয় কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনবল মোতায়নে কোনো বিলম্ব করা যাবে না। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় রাখতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুটি গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আশা করি সবার সহযোগিতায় দিবস দুটি নির্বিঘ্নে উদ্যাপিত হবে। সবাইকে যথাযথভাবে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গুজব বা ভুয়া সংবাদ ছড়িয়ে জনমনে যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে
সভা শুরুর আগে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ আসন্ন দিবসদ্বয়কে কেন্দ্র করে প্রস্তুত করা নিরাপত্তা পরিকল্পনার সার্বিক চিত্র উপস্থাপন করেন।