শিরোনাম :
অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান : ভারতের তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস পাকিস্তানের ৩ বিমান ঘাটিতে ভারতের হামলা সার্কুলার জারি এজেন্ট ব্যাংকিংয়ে ৫০ শতাংশ হবেন নারী বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ : বিকেলে গণজমায়েত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধ ইস্যু : যা বললেন আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ : ব্লকেড কর্মসূচী ঘোষনা যুক্তরাষ্ট্র এমন যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার স্বার্থ নেই: জেডি ভ্যান্স নানান নাটকীয়তার পর নারায়ণগঞ্জে আইভি গ্রেফতার : হত্যা মামলায় পাঠানো হলো কারাগারে

সংস্কারও চাই আবার নির্বাচনও চাই: জোনায়েদ সাকি

  • আপলোড টাইম : ১১:৩৬ পিএম, শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

সংস্কারও চাই আবার নির্বাচনও চাই: জোনায়েদ সাকি

সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলে, সেটা মানুষ নেবে না। আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায়, সেটাও মানুষ গ্রহণ করবে না। আমরা সংস্কারও চাই আবার নির্বাচনও চাই- বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

শুক্রবার ২৪ জানুয়ারী জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘সীমান্ত হত্যা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট ও নতুন করে আরোপিত ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিন এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, সংস্কার এবং নির্বাচন এ নিয়ে একটি মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে। আমরা মনে করি, সংস্কার এবং নির্বাচন কোনও মুখোমুখি ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার আবার সংস্কার শেষ করে নির্বাচন দরকার। এই কাজ করতে হলে আমাদেরকে ন্যূনতম ঐকমত্যে দাঁড়াতে হবে। ন্যূনতম জাতীয় ঐকমত্য ছাড়া অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে।

বাংলাদেশ কোনো পথে যাবে, তা বর্তমান সরকারের কাছে বিরাট দায়িত্ব বলে মন্তব্য করেন সাকি।

তিনি বলেন, বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট শাসন কায়েম হতে না পারে, ফ্যাসিস্টের পলায়নের সঙ্গে সঙ্গে ফ্যাসিস্ট ব্যবস্থাকে আমরা যাতে বিদায় জানাতে পারি তার জন্য মানুষ রক্ত দিয়েছে। সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সকলের মধ্যে ঐক্য রক্ষা করতে হবে।

অভ্যুত্থানে ছাত্র-জনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, দেশের সমস্ত রাজনৈতিক দল এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে। মানুষ এখন তার অধিকারের জবাব চায়। এখনো সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে। বাংলাদেশের মানুষ কোনোভাবেই সীমান্ত হত্যা মেনে নেবে না-বলে মন্তব্য করেন সাকি।

এ সময় বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech