শিরোনাম :
আবু সাঈদের কবর জিয়ারত ও মায়ের দোয়া নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু এনসিপির খুলনায় জুলাই আন্দোলনের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: ৩৬ দিনের কর্মসূচি সমূহ জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম: ওয়াশিংটন পোস্ট জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ১ জুলাই : স্বৈরাচারী আওয়ামী লীগ পতনের ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সূচনা আজ ব্যাংক হলিডে : বন্ধ থাকবে লেনদেন ৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে

সহজ ভ্যাট ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থতির উন্নতির আহ্বান জানিয়েছেন ডিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ

  • আপলোড টাইম : ১১:৪২ এএম, রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সহজ ভ্যাট ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থতির উন্নতির আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।

শনিবার ২৬ এপ্রিল রাজধানীর টোকিও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত স্থানীয় ব্যবসায়ীদের সাথে ঢাকা চেম্বার আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, আইন-শৃঙ্খলা, আয়কর ও ভ্যাট, মূল্যস্ফীতি, উচ্চ সুদ হার এবং যানজট’ বিষয়ক মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা এ আহ্বান জানান।

ধানমন্ডি, মোহাম্মদপুর ও আদাবর অঞ্চলের স্থানীয় ব্যবসায়ীদের সংগে মতবিনিময় সভায় এসব এলাকার ১০টি এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বেশকিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাগত বক্তৃতায় ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট, দেশের অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যে উদ্ভূত নানা চ্যালেঞ্জ, কর ও ভ্যাট ব্যবস্থার জটিলতা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সংকট, আমদানি-রপ্তানির প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতা এবং সর্বোপরি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে, যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন আমাদের এসএমইখাতের উদ্যোক্তারা।

বিদ্যমান পরিস্থিতিতে একটি নিরাপদ, স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার কোন বিকল্প নেই বলে তিনি মত প্রকাশ করেন।

তাসকীন আহমেদ বলেন, ডিসিসিআই’র পক্ষ হতে আসন্ন বাজেটে উৎসে করের হার যৌক্তিকভাবে হ্রাস করা, মূসক হার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ ও অনানুষ্ঠানিকখাতের জন্য ১ শতাংশ হারে মূসক নির্ধারণ এবং ভ্যাট অ্যাপ চালুর প্রস্তাবের পাশাপাশি সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে। যার মাধ্যমে ব্যবসা সহায়ক পরিবেশের উন্নয়ন হবে, সেই সাথে বাড়বে সরকারের রাজস্ব আহরণ।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক গত ১৭ মার্চ একটি মাস্টার সার্কুলার দিয়েছে, যেখানে এসএমইদের ঋণ প্রাপ্তির সীমা বৃদ্ধির পাশাপাশি মেয়াদী ঋণের সময়সীমা ৫ বছর থেকে ৭ বছরে উন্নীত করা হয়েছে।

তিনি আরো বলেন, এসএমই খাতের উদ্যোক্তাদের বিভিন্ন স্কীমের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের মোট ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে, যেখানে এখাতের উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন এবং নারী উদ্যোক্তাদের জন্য এ ঋণের হার মাত্র ৫ শতাংশ।

তিনি উল্লেখ করেন, বেসরকারিখাতে ঋণ প্রবাহ বৃদ্ধিকল্পে ক্যাশ রিজার্ভ রেসিও (সিআরআর) ৫ দশমিক ৫ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার মোঃ মিলন শেখ বলেন, সরকারের মোট রাজস্বের প্রায় ৮০ শতাংশ জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আহরণ করতে হয়, যা অত্যন্ত দূরূহ একটি কাজ।

তিনি জানান, মোহাম্মদপুর ও আশাপাশের এলাকায় এবছর ভ্যাটের প্রবৃদ্ধি প্রায় ১৫-২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত ৩ মাসে এ অঞ্চলের ৯০ শতাংশের বেশি ব্যবসা প্রতিষ্ঠানকে ভাটের আওতায় নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, ভ্যাটের আওতা এবং ভ্যাট আদায় বৃদ্ধিতে মোবাইল অ্যাপ প্রবর্তনের প্রস্তাব সরকার ইতিবাচক ভাবে বিবেচনা করতে পারে। ভ্যাটের বিষয়টিকে জটিল ভেবে দূরে না থেকে এ বিষয় জানার পরিধি বাড়ানোর জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেঁজগাও বিভাগ) মো. আলমগীর কবির বলেন, গত দুইমাসে এ অঞ্চলে আইন-শৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, সেই সাথে মামলার পরিমাণ হ্রাস পেয়েছে। তিনি জানান, গত ২৭ মার্চে পুলিশের ব্লক রেইডের মাধ্যমে ৬৩জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে এবং সম্প্রতি শুধুমাত্র মোহাম্মদপুর এলাকায় একদিনে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত থাকায় ৭১ জনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, জনগনের নিরাপত্তার  স্বার্থে এ এলাকায় এক্টিভ পুলিশিংয়ের আওতায় ৬৩টি প্রেট্রোলিং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এছাড়াও অপরাধ নিমূর্লে জনগনকে তথ্য দিয়ে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান এবং আসন্ন কোরবানী উপলক্ষে মোহাম্মদপুরের শপিংমল গুলোতে নিরাপত্তা দিতে পুলিশকে অবহিত করার এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, তেঁজগাও জোন) তানিয়া সুলতানা যানজটের নিরসনের জনগনের সচেতনতা বাড়ানো ও ট্রাফিক আইন মেনে চলার উপর জোরারোপ করেন। তিনি জানান, তেঁজগাও জোনে বর্তমানে ৬৩২জন ট্রার্ফিক পুলিশ কর্মরত রয়েছে, স্বল্প জনবল দিয়ে বৃহৎ অঞ্চলে ট্রাফিক সেবা নিশ্চিতকরা বেশ কষ্টসাধ্য একটি কাজ।

মুক্ত আলোচনায় টোকিও স্কয়ার দোকান মালিক সমিতির সদস্য মোহাম্মদ হীরু এবং ফারুক আহমেদ, রাপা প্লাজা দোকান মালিক সমিতির সভাপাতি মোতাহার হোসেন, টাউন হল বাজার এসোসিয়েশনের প্রতিনিধি লুৎফর রহমান বাবুল, বাংলাদেশ ব্রিকস এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি নজরুল ইসলাম, মোহাম্মদপুর টাউন হল বাজার বণিক সমিতির সভাপতি মোঃ লুৎফর রহমান (বাবুল) এবং ট্যাক্স কনসালটেন্ট প্রবীর কুমার পাল অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম্স ডিপার্টমেন্ট) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম), অতিরিক্ত কমিশনার মো. মিলন শেখ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেঁজগাও বিভাগ) মো. আলমগীর কবির মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহ-সভাপতি মো. সালেম সোলায়মান এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ২৭টি প্রতিষ্ঠানকে ডিসিসিআই’র নতুন সদস্যপদ প্রদান করা হয় এবং ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে ডিসিসিআই’র মেম্বারশীপ সার্টিফিকেট হস্তান্তর করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech