শিরোনাম :

সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব

  • আপলোড টাইম : ১২:৪০ পিএম, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকায় সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খাওয়া নিষেধ করাকে কেন্দ্র করে বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।

বুধবার ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কাউন্টারের ১৪ থেকে ১৫ কর্মচারীসহ সোহাগ পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশ নিজেও আহত হয়েছেন।

এসময় হামলাকারীরা মালিকের বাসায়ও আক্রমণ চালায়। হামলা ঠেকাতে গিয়ে পলাশের ড্রাইভার মাসুদ দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

সোহাগ পরিবহনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কাউন্টারের সামনে একজনকে একটু সরে গিয়ে সিগারেট খেতে বলা সে উত্তেজিত হয়ে বাক-বিতন্ডায় লিপ্ত হয়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের একটি দল এ হামলা চালায়।

শুধু কাউন্টারে ভাঙচুরই নয়, নিরীহ যাত্রীদেরও মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে দুই যুবক কাউন্টারের সামনে সিগারেট খাচ্ছিলেন। কর্মীরা তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর ওই দুই যুবক বড় একটি দল নিয়ে স্লোগান দিতে দিতে ফিরে এসে হামলা চালায়।

এ ঘটনায় কাউন্টারের কাচ ও আসবাবপত্র ভাঙচুর হয়। আতঙ্কে আশপাশের মানুষ ছুটোছুটি করে নিরাপদ স্থানে সরে যান।

প্রত্যক্ষদর্শী ও বাস কাউন্টারের একাধিক কর্মী জানান, রাত ১১ টার দিকে দুই যুবক সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে ওই দুই যুবক কিছুক্ষণ পর ৬০ থেকে ৭০ জনের একটি দল নিয়ে স্লোগান দিতে দিতে কাউন্টারে হামলা চালায় এবং ভাঙচুর করে। এতে কাউন্টারের কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় আতঙ্কে আশপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায়।

রমনা মডেল থানার ডিউটি অফিসার এআই আশরাফুল ইসলাম জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। সেখানে ওসি তদন্ত, ডিউটিরত এসআই ও উর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

ঘটনাস্থল থেকে রমনা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাহিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ৬০ থেকে ৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাথারি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলার নেপথ্যের কারণ ও ভিডিও ফুটেজ ধরে হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech