।।বিকে রিপোর্ট।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক তরুণের পা উড়ে গেছে।
রবিবার ২২ জুন দুপরের দিকে উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরাফাতুল ইসলাম সদর ইউনিয়নের জামছড়ি গ্রামের খুইল্লা মিয়ার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, জামছড়ি সাপমারা ঝিরি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাইপণ্য আনতে গিয়েছিল চোরাকারবারি চক্রের সদস্যরা। এ সময় সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি কিশোর আরফাতুল ইসলামের বাম পায়ের নিচের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
জামছড়ি সীমান্ত পিলার ৪৪ এর সংলগ্ন জিরো লাইনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
সাবেক চেয়ারম্যান নুরুল আবছার জানান, মো. আরাফাতুল বাবার সঙ্গে সীমান্ত এলাকায় বাঁশ সংগ্রহ করতে গিয়েছিল। এসময় অনাকাঙ্খিতভাবে মাইনে পা পড়ে তার। এতে তা বিস্ফোরণ হয়ে আরাফাতের বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। পাড়াবাসী খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে আসেন। প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
অন্যদিকে ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পেয়েছি।
প্রসঙ্গত, বিগত সময়েও মিয়ানমার থেকে চোরাই পথে বিভিন্ন পণ্য বাংলাদেশে আনা-নেওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটলেও চোরাকারবারিদের দৌরাত্ম এখনো কমেনি। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসরুরুল হক জানিয়েছেন, তাদের প্রাপ্ত তথ্যমতে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২৫০ মিটার মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বাংলাদেশি কিশোর আরাফাতুল আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে কক্সবাজারে পাঠানো হয়েছে।