শিরোনাম :
‘ভোটের গাড়ি’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান ৯০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা নির্বাচন বানচালের চেষ্টা জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে: জোনায়েদ সাকি হাদি হত্যার বিচার দাবী করে ইনকিলাব মঞ্চের ৩ দফা ঘোষনা বিশ্বশান্তি রক্ষায় ইউএন মিশন আনমিস-এ গেলেন নৌবাহিনীর ৭১ সদস্য খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি: বাসার ভেতরের অন্তর্কোন্দলে’ বলছে পুলিশ দুই পত্রিকা ও ছায়ানট-উদীচীতে হামলায় গ্রেফতার ৯ জন, শনাক্ত ৩১ যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ : রিজভী

হাদি হত্যার বিচার দাবী করে ইনকিলাব মঞ্চের ৩ দফা ঘোষনা

  • আপলোড টাইম : ০৭:৪৫ পিএম, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ Time View
ছবি: ইনকিলাব মঞ্চ, সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্নের দাবী সহ তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার ২২ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

এর আগে বেলা ৩টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন বিক্ষোভকারীরা।পরে ৩টা ২০ মিনিটে শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে অবস্থান নেন তারা।

মিছিলে ‘ইনকিলাবের পতাকায়, হাদি তোমায় দেখা যায়’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, তুমি কে, আমি কে; হাদি-হাদি’ স্লোগান দিতে দেখা যায় তাদের।

এ ছাড়া দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতেও এই দাবিগুলো উল্লেখ করা হয়।

জাবের সমাবেশ থেকে তিন দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—

১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করতে হবে। তদন্তের জন্য ‘এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের‘ মতো পেশাদারি ও নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে।

২. গোয়েন্দা সংস্থার মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ‘আওয়ামী সন্ত্রাসীদের’ চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

৩. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে হাদি ‘হত্যার দায় নিয়ে’ পদত্যাগ করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech