।।বিকে ডেস্ক রিপোর্ট।।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার ২৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত তিনজনই পুরুষ। নতুন আক্রান্তদের মধ্যে ২৫৬ জনই ঢাকার বাইরের বিভিন্ন জেলার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৩ জন। মৃতদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩৩ জন নারী।
এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১২০ জনে। তাদের মধ্যে ১১ হাজার ২০৫ জন পুরুষ ও ৭ হাজার ৯১৫ জন নারী।
চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলে দ্রুত পরীক্ষা করিয়ে ডেঙ্গু শনাক্ত করে যথাসময়ে চিকিৎসা নিতে হবে। একইসঙ্গে সচেতনতা বাড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।