শিরোনাম :
কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : বিএনপি মহাসচিব জামায়াত আমিরের সঙ্গে শিল্পমালিকদের সৌজন্য সাক্ষাৎ ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন ১২ যুব উদ্যোক্তা তিস্তার পানি বিপদসীমার ওপর: খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব জলকপাট- নিম্নাঞ্চল ডুবছে কাতারে ইসরায়েলি ‘বর্বর’ হামলার নিন্দা : দখলদার ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক: ঘাটতি কমাতে পারলে শুল্কহ্রাসের সম্ভাবনা রয়েছে শেয়ারবাজারে লেনদেন কমে এক মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ফেব্রুয়ারিতেই মহোৎসবের জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন আজও রাজধানী সহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন ১২ যুব উদ্যোক্তা

  • আপলোড টাইম : ০১:১৫ পিএম, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন দেশের ১২ জন যুব উদ্যোক্তা।

সোমবার ১৫ সেপ্টেম্বর সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করেন। এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।

অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো যুবকদের স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। এটি শুধু সম্মান নয়-একটি আহ্বান, যা তরুণদের নেতৃত্বে এক নতুন সম্ভাবনার পথ খুলে দেয়।

এ বছর যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য ৩ জন, শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ২ জন। দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ২ জন। জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা/সমাজকল্যাণে অসাধারণ অবদানের জন্য ৩ জন এবং ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য ২ জনকে মনোনীত করা হয়।

পুরস্কার হিসেবে নগদ এক লাখ টাকার প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট প্রদান করা হয়।

যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাদারণ অবদানের জন্য মনোনীত ৩ জন হলেন- শেরপুরের মোছা. সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কচ খান ও লক্ষীপুরের মো.জাকির হোসেন।

শিক্ষা বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য মনোনীত ২ জন হলেন- ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ, গাইবান্ধার মো. শাহদাৎ হোসেন।

দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য মনোনীত ২ জন হলেন- রাজশাহীর হাসান শেখ ও পাবনার মো. দ্বীপ মাহবুব।

জেষ্ঠ্যদের প্রতি আদর্শ সেবা/ সমাজকল্যাণে অসাধারণ অবদানের জন্য মনোনীত ৩ জন হলেন- লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার ও রাজশাহীর মো. মুহিন (মোহনা)।

ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য মনোনীত ২ জন হলেন- সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা।

প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত যুবকল্যাণ তহবিল আইন ২০১৬ মোতাবেক সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুবদের পুরস্কৃত করার বিধান রয়েছে। তদানুযায়ী ৫টি ক্যাটাগরিতে ১২ জন যুবউদ্যোক্তাকে এভ ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech