।।বিকে রিপোর্ট।।
বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার ২৭ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মানিকগঞ্জসহ দেশের কয়েকটি জায়গায় বাউলদের ওপর যারা হামলা করেছেন, তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্দিষ্ট আলোচ্য সূচির বাইরে বাউল ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সেটি এবং আসন্ন নির্বাচন ও উপদেষ্টাদের মধ্যে যারা নির্বাচন করতে চান, তারা চলে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন কি না বা এ ধরনের কোনো আলোচনা হয়েছে কি না, তা জানতে চান এক সাংবাদিক।
জবাবে শফিকুল আলম বলেন, নির্বাচন কিংবা বাউল নিয়ে কোনো আলাপ হয়নি। তবে আমি যেটা জানি, সেটা হচ্ছে যে যারা বাউলদের ওপর অ্যাটাক (হামলা) করেছেন, তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য যে জায়গায়ও যদি দুই-একটা, যেখানেই অ্যাটাক হয়েছে, সেখানেই তারা (পুলিশ) খুব সাঁড়াশি অভিযান (পরিচালনা) করছে। খুব দ্রুত আপনারা (সাংবাদিকরা) ফলাফল জানতে পারবেন।
সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হন বাউলরা।