Breaking News:


শিরোনাম :
সিইসির সঙ্গে বৈঠকে ইইউয়ের প্রতিনিধি দল মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ৩ আহত ১৫ প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি ৭০ শতাংশ মানুষের আস্থা: আইআরআই জরিপ সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কতা খালেদা জিয়ার সুস্থতা কামনা নরেন্দ্র মোদির বার্তা : সম্ভাব্য সকল সহায়তা প্রদানে প্রস্তুত চারদিন অপেক্ষার পর ভুটান গেল ট্রানজিট পণ্যের ট্রাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ পরীক্ষা বন্ধ রাখলে শাস্তির মুখোমুখি হবেন : শিক্ষা উপদেষ্টা আংশিক মেঘলা আকাশসহ দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে মধ্যরাতে কক্সবাজার ও চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভুত খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে : সহায়তায় ৫ চীনা বিশেষজ্ঞ ঢাকায়

খালেদা জিয়ার সুস্থতা কামনা নরেন্দ্র মোদির বার্তা : সম্ভাব্য সকল সহায়তা প্রদানে প্রস্তুত

  • আপলোড টাইম : ১১:৩৭ এএম, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ Time View
ছবি: সংগৃহিত, ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সোমবার ১ ডিসেম্বর রাতে নিজের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি এসব কথা বলেন।

এক্স বার্তায় তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন, বহু বছর ধরে তিনি বাংলাদেশের গণজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তার দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইলো।

পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত জানিয়ে মোদি লিখেছেন, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত, যেভাবেই হোক।

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী মোদির এই বার্তাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এর আগে রবিবার খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকরা হাসপাতালে গিয়ে শারীরিক অবস্থা খোঁজ-খবর নিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন থেকে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech