Breaking News:


শিরোনাম :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি এত খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েনি কেন, জামায়াতের উদ্দেশে তারেক রহমান তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না- পার্থ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাস কমিটির প্রতিবেদন বিএনপি থেকে মির্জা আব্বাসের বহিষ্কার চাইলেন পাটওয়ারী নির্বাচনী আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি ডাকসু নিয়ে আপত্তিকর বক্তব্য, জাময়াত নেতা শামীমকে অব্যাহতি বন্দীদের নিরাপত্তার পাশাপাশি তাদের মানবাধিকার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

স্কুলে ভর্তির লটারি আজ: ফল জানা যাবে যেভাবে

  • আপলোড টাইম : ০৮:০২ এএম, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি আজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠিত হবে।

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে জানানো হয়েছে। মাউশির ফেসবুক পেজে লটারির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে জানা গেছে, চলতি বছর সাড়ে ১০ লাখের বেশি শিক্ষার্থী সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে। মাউশি জানিয়েছে, এবার সরকারি-বেসরকারি ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। মোট আসনের মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে আছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন। এ ছাড়া সরকারি ৬৮৮টি স্কুলে সিট রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি।

কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ডিজিটাল লটারির মাধ্যমে তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হবে।

মাউশি জানিয়েছে, লটারি চলমান অবস্থায় কোন শিক্ষার্থী নির্বাচিত হলে তার কাছে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস চলে যাবে। লটারি প্রক্রিয়া শুরুর পর থেকেই শিক্ষার্থীরা ফল পেতে থাকবে।

এছাড়াও ডিজিটাল লটারি শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফল জানতে পারবেন। https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন।

ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান/অভিভাবক/শিক্ষার্থী লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানেরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে প্রেরণ করে মাউশিকে অবহিত করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করবেন।

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৭ থেকে ২১ ডিসেম্বর মধ্যে ভর্তি হতে হবে। ফলাফলে থাকবে দুটি অপেক্ষমান তালিকা। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম তালিকা থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech