।।বিকে রিপোর্ট।।
১৭ বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন স্বজন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুর ১২টা ৩৬ মিনিটে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।
সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বুলেট প্রুফ বাসে চড়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) অভ্যর্থনা অনুষ্ঠানে যাচ্ছেন তারেক রহমান।

কিন্তু সারা পথ জুড়ে দলীয় কর্মী, সমর্থক, ভক্তদের ভীরে গাড়ি চলছে অত্যন্ত ধীর গতিতে। ৩০ মিনিটের পথ ২ ঘন্টায়ও পেরুতে পারেননি তিনি। যে গতিতে গাড়ী চলছে তাতে আরও ঘন্টাখানেক বা তারচে বেশি সময় লাগতে পারে বলে ধারনা করা যাচ্ছে।
এত ভীর এবং ভক্তদের ভালবাসায় বিরক্ত হননি তিনি । বরং নিজের ভেরিফায়েড পেইজে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোষ্ট করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা শিরোনামের পোষ্টে তিনি পথ চলার ছবি যুক্ত করেছেন।