শিরোনাম :
জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৫ খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন ৮০ তম বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে বিশ্বের সামনে চীনের শক্তি প্রদর্শন স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি আট বছর পর একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে

রমজান উপলক্ষ্যে লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি!

  • আপলোড টাইম : ১০:৩৯ এএম, শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View
সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজারে সক্রিয় হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

রোজায় লেবুর বাড়তি চাহিদাকে পুঁজি করে ইতোমধ্যেই পণ্যটির দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি পিস লেবু ২০ টাকা, আর হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকার একাধিক বাজার ঘুরে এবং বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ভোক্তাদের অভিযোগ, এক সপ্তাহ আগেও একই লেবু ২০ টাকায় এক হালি কিনতে পাড়তেন তারা। সে হিসেবে প্রতি পিস ছিল ৫ টাকা। বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বড় ও মাঝারি সাইজের লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। সেই হিসেবে এক পিস লেবুর দাম গুণতে হচ্ছে ২০ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক সপ্তাহ আগেও যে লেবু হালি প্রতি বিক্রি হয়েছে ২০-৩০ টাকা; তা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

এদিকে লেবুর দাম বাড়ায় আগের তুলনায় বিক্রি কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। খুচরা বিক্রেতারা জানান, যেখান থেকে তারা লেবু কিনে আনেন সেখানেই দাম বৃদ্ধি করা হয়েছে। এ জন্য তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বেশি শুনে অনেক ক্রেতা লেবু না কিনে চলে যায়। এক মাস আগেও এই লেবু ২০-৩০ টাকা হালি দরে বিক্রি করেছেন।

আরেক বিক্রেতা বলেন, রমজান মাসে সব সময় লেবুর দাম বাড়ে। এবার রোজার এক সপ্তাহ আগেই লেবুর দাম বেড়েছে। এছাড়া এখন লেবুর সিজন না হওয়াও দাম বাড়ার কারণ। রমজান মাসে লেবুর দাম আরও বাড়তে পারে। সংকলিত- ঢাকা পোস্ট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech