ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল

  • আপলোড টাইম : ০৯:১৫ এএম, সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র-জনতার মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার ৯ মার্চ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

এদিন সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল হাতে মিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। তারা ‘ধর্ষকদের শাস্তি নিশ্চিত করো’, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করো’—এমন স্লোগান দিতে থাকেন।

প্রতিবাদ সমাবেশে ছাত্র-জনতার পক্ষে বক্তব্য দেন রেহেনা বুশরা, তানিশা, মেহেরুন্নেসা মুনিয়া প্রমুখ। তারা বলেন, ধর্ষণের বিচার নিশ্চিত না করায় সারা দেশে এটি এক ধরনের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মাগুরায় যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে, তার ক্ষত শুকানোর আগেই অপরাধীর ফাঁসি কার্যকর করতে হবে।

ক্ষুব্ধ শিক্ষার্থী মৌমিতা রহমান তানিশা বলেন, ‘আমরা দেখছি সারা দেশে শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। আমরা আন্দোলন করেও কোনো ফল পাইনি।

মাগুরায় শিশু আছিয়ার ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছে। আমরা এই ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকদের শাস্তি চাই। ধর্ষকের এমন শাস্তি হওয়া উচিত যেন পরবর্তীতে আর কেউ ধর্ষণ করার সাহস না পায়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মুহাইমিনুল আজবীন, ইরফান প্রিতম ও তাসিন আরাফাত প্রমুখ।

বক্তারা দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, আমরা চাই ধর্ষকের যেন প্রকাশ্যে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যাতে করে আমাদের এ দেশে আর কখনো ধর্ষণের কোনো ঘটনা না ঘটে। আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের আর কোনো খবর না পাই।’

তারা আরও বলেন, যদি ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে এই সহিংসতা কখনো বন্ধ হবে না। রাষ্ট্রকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।

ছাত্র-জনতারা জানান, ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech