শিরোনাম :
উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান মেট্রোরেলের ট্র্যাক লাইনে পাওয়া গেল অবিস্ফোরিত দুই ককটেল মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে একান্তে কথা বললেন প্রধান উপদেষ্টা ভূমিকম্পে ‘প্যানিক অ্যাটাকে’ বেশি আহত হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক ভূমিকম্পে তিন জেলায় নিহত ৬, দুই শতাধিক আহত ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত ৩ সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : সশস্ত্র বাহিনী দিবসে তারেক রহমানের স্ট্যাটাস টানা ভারি বর্ষণ ও বন্যায় ভিয়েতনামে কমপক্ষে ৪১ জনের প্রাণহানি

মধ্যপ্রাচ্যে ‘ঈদের চাঁদ ২৯ রমজান দেখার কোনো সম্ভাবনা নেই’

  • আপলোড টাইম : ০৮:৫২ পিএম, বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৩৮ Time View

।।বিকে রিপোর্ট।।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২৯ মার্চ বিশ্বের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই

বৃহস্পতিবার ২০ মার্চ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সংস্থাটি জানায়, আগামী ২৯ মার্চ (২৯ রমজানে) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।

উল্লেখ্য মধ্যপ্রাচ্যে ১ মার্চ রোজা শুরু হয়। এমন পরিস্থিতিতে— খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য যেকোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা সম্ভব নয় বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

যেসব দেশ শুধু চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে যাচ্ছে। যার অর্থ মধ্যপ্রাচ্য এবং ইসলামিক বিশ্বে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

সেক্ষেত্রে একদিন পর বাংলাদেশে ১ এপ্রিল ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমাদের রোজা শুরু হয়েছে ২ মার্চ থেকে।

সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, বিশ্বের বেশিরভাগ দেশ শনিবার, ২৯ মার্চ, ২০২৫-এ শাওয়াল মাসের (ঈদ-উল-ফিতর ১৪৪৬) হিজরি সনের অর্ধচন্দ্র দেখার প্রস্তুতি নেবে। তবে ওইদিন পৃথিবীর পূর্বাঞ্চল থেকে অর্ধচন্দ্র দেখা যাবে না।

এ ছাড়া খালি চোখ, টেলিস্কোপ এবং জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তিসহ সমস্ত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে আরব ও ইসলামি বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech