শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধ ইস্যু : যা বললেন আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ : ব্লকেড কর্মসূচী ঘোষনা যুক্তরাষ্ট্র এমন যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার স্বার্থ নেই: জেডি ভ্যান্স নানান নাটকীয়তার পর নারায়ণগঞ্জে আইভি গ্রেফতার : হত্যা মামলায় পাঠানো হলো কারাগারে ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যহত: নিহত আরও ১০৬ ফিলিস্তিনি দেশের মুদ্রাস্ফীতি কমেছে ৬ শতাংশ: গভর্নর রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আ. লীগকে নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে বিক্ষোভ চলছে : বাদ জুমা বড় জমায়েতের ডাক  

রেকর্ড জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের

  • আপলোড টাইম : ১১:৪৩ এএম, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪৩ Time View
ছবি: বাসস

।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
অধিনায়ক নিগার সুলতানার সেঞ্চুরির পর দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের ৫ উইকেট শিকারের ম্যাচে রেকর্ড জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার ১০ এপ্রিল বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে।

ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় বাংলাদেশের। আগেরটি ছিল ৫০ ওভারে ৪ উইকেটে ২৫২ রান।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে নিগার দ্রুততম সেঞ্চুরির এবং সর্বোচ্চ দলীয় রানের নয়া রেকর্ড গড়েছে টাইগ্রেসরা। বল হাতে ৫টি করে উইকেট নেন ফাহিমা ও জান্নাতুল।

এর আগে টস হেরে পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে থাইল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ।

শুরুটা একটু ধীর হলেও, ধাপে ধাপে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ওপেনার ইশমা তানজিম (৮) দ্রুত ফিরে গেলেও ফারজানা হক (৫৩) ও শারমিন আখতার (৯৪*) গড়েন মূল্যবান জুটি। এরপর ঝড় তোলেন অধিনায়ক নিগার সুলতানা—মাত্র ৮০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস, ১৫টি চার ও ১টি ছক্কায়।

তৃতীয় উইকেটে শারমিন-নিগার জুটি যোগ করেন ১৩৮ বলে ১৫২ রান। এ সময় ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন নিগার। ওয়ানডেতে বাংলাদেশের কোন ব্যাটারের এটি তৃতীয় শতক। এর আগে ২টি সেঞ্চুরি করেছিলেন ফারজানা।

শারমিন আখতার ছিলেন ম্যাচের নির্ভরতার প্রতীক। শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৯৪ রানে অপরাজিত থাকেন, আর নিগার-শারমিনের ১৫০ রানের জুটিতেই স্কোরবোর্ডে উঠেছিল ২৭১ রান।

জবাবে খেলেতে নেমে ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি তারা। ফাহিমা ৮.৫ ওভারে ৫ উইকেট, জান্নাতুল ৫ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন সমানসংখ্যক উইকেট।

বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা ও জান্নাতুলের স্পিন ঘূর্ণিতে মাত্র ২৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড।

তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৮.৫ ওভারে ২১ রানে ৫ উইকেট নেন ফাহিমা। ৪৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিলেন এই লেগ স্পিনার।

৫ ওভারে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নেন ২০১৮ সালের পর ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নামা জান্নাতুল। বাংলাদেশের হয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিগার।

আগামী ১৩ এপ্রিল লাহোরে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাই পর্ব থেকে পয়েন্ট টেবিলের সেরা দু’দল বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ-থাইল্যান্ড ছাড়াও বাছাই পর্বে খেলছে স্বাগতিক পাকিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের চক্রের শীর্ষ ছয় দল স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও নিউজিল্যান্ড।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech