Breaking News:


শিরোনাম :
মিটফোর্ডে নৃশংস হত্যাকান্ড: ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত আটক বাংলাদেশিদের তদন্তে একসঙ্গে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা নৃশংসভাবে সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান মির্জা ফখরুলের মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার ৪ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে : হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, অচল হয়ে পড়েছে যান চলাচল

রেকর্ড জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের

  • আপলোড টাইম : ১১:৪৩ এএম, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০৭ Time View
ছবি: বাসস

।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
অধিনায়ক নিগার সুলতানার সেঞ্চুরির পর দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের ৫ উইকেট শিকারের ম্যাচে রেকর্ড জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার ১০ এপ্রিল বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে।

ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় বাংলাদেশের। আগেরটি ছিল ৫০ ওভারে ৪ উইকেটে ২৫২ রান।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে নিগার দ্রুততম সেঞ্চুরির এবং সর্বোচ্চ দলীয় রানের নয়া রেকর্ড গড়েছে টাইগ্রেসরা। বল হাতে ৫টি করে উইকেট নেন ফাহিমা ও জান্নাতুল।

এর আগে টস হেরে পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে থাইল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ।

শুরুটা একটু ধীর হলেও, ধাপে ধাপে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ওপেনার ইশমা তানজিম (৮) দ্রুত ফিরে গেলেও ফারজানা হক (৫৩) ও শারমিন আখতার (৯৪*) গড়েন মূল্যবান জুটি। এরপর ঝড় তোলেন অধিনায়ক নিগার সুলতানা—মাত্র ৮০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস, ১৫টি চার ও ১টি ছক্কায়।

তৃতীয় উইকেটে শারমিন-নিগার জুটি যোগ করেন ১৩৮ বলে ১৫২ রান। এ সময় ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন নিগার। ওয়ানডেতে বাংলাদেশের কোন ব্যাটারের এটি তৃতীয় শতক। এর আগে ২টি সেঞ্চুরি করেছিলেন ফারজানা।

শারমিন আখতার ছিলেন ম্যাচের নির্ভরতার প্রতীক। শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৯৪ রানে অপরাজিত থাকেন, আর নিগার-শারমিনের ১৫০ রানের জুটিতেই স্কোরবোর্ডে উঠেছিল ২৭১ রান।

জবাবে খেলেতে নেমে ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি তারা। ফাহিমা ৮.৫ ওভারে ৫ উইকেট, জান্নাতুল ৫ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন সমানসংখ্যক উইকেট।

বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা ও জান্নাতুলের স্পিন ঘূর্ণিতে মাত্র ২৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড।

তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৮.৫ ওভারে ২১ রানে ৫ উইকেট নেন ফাহিমা। ৪৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিলেন এই লেগ স্পিনার।

৫ ওভারে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নেন ২০১৮ সালের পর ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নামা জান্নাতুল। বাংলাদেশের হয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিগার।

আগামী ১৩ এপ্রিল লাহোরে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাই পর্ব থেকে পয়েন্ট টেবিলের সেরা দু’দল বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ-থাইল্যান্ড ছাড়াও বাছাই পর্বে খেলছে স্বাগতিক পাকিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের চক্রের শীর্ষ ছয় দল স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও নিউজিল্যান্ড।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech