Breaking News:


শিরোনাম :
জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান ওসমান হাদীর সর্বশেষ অবস্থা : কিডনির কার্যক্ষমতা ফিরেছে, তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক সম্মুখসারির জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেওয়া হবে : ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালুর সিদ্ধান্ত- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : মনিরুল হক প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য জানানোর অনুরোধ, পুরষ্কার ঘোষনা ডিএমপির হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

সিলেট টেস্ট: ২৫৫ রানে অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪

  • আপলোড টাইম : ০২:১২ পিএম, বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনেও টপঅর্ডারে ব্যর্থতা এবং টেলএন্ডারদের জাকেরের প্রতিরোধ– সিলেট টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সারাংশ মোটাদাগে এমনই।

বুধবার ২৩ এপ্রিল টেস্টের চতুর্থ দিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর শুরু হয় খেলা।

তবে দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ দিনে বাংলাদেশ সবমিলিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৭১ রান। বাংলাদেশ অলআউট হলো ২৫৫ রানে। লিড ১৭৩ রানে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে জয় পেতে জিম্বাবুয়ের দরকার ১৭৪ রান।

ব্লেসিং মুজারাবানির বিধ্বংসী বোলিংয়ের পরেও কোনোমতে আড়াই পার করে টাইগাররা। চলতি টেস্টে শুরু থেকেই দারুণ বল করছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। প্রথম ইনিংসে তিন উইকেট নেন তিনি। এবার নিলেন ৬ উইকেট।

খেলার শুরুতেই আঘাত হানেন মুজারাবানি। দিনের দ্বিতীয় বলেই তিনি ফেরান নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক শর্ট বলে বাজে শটে ফাইন লেগে ধরা দেন। তিনি ১০৫ বলে ৭টি চারে সর্বোচ্চ ৬০ রান করেন। এরপর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। খানিক পর বাংলাদেশের অলরাউন্ডারকে বাড়তি বাউন্সের বলে গালিতে ক্যাচ বানিয়ে টেস্টে ক্যারিয়ারে তৃতীয়বারের মতন পঞ্চম উইকেট পান মুজারাবানি। ১৫ বলে ১ ছক্কা, ১ চারে ১১ করে ফেরেন মিরাজ।

মুজারাবানির ঝলকের মাঝে ইনিংসে নিজের প্রথম শিকার ধরেন রিচার্ড এনগারাভা। বাঁহাতি পেসারের বলে তাইজুল ইসলাম কট বিহাইন্ড হলেও মাঠের আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়ে সফল হয় জিম্বাবুয়ে।

এরপর টেলএন্ডারদের নিয়ে একাই লড়ে যান জাকের। ইনিংসের শেষ উইকেট হিসেবে বিদায় নেন তিনি। মুজারবানি ষষ্ঠ উইকেট দখল করেন। জাকের ১১১ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৮ রান করেন। এছাড়া হাসান মাহমুদ ১২ রান করেন।

অবশ্য শুরু থেকে পুরো টেস্টেই বাংলাদেশের ওপর খানিক চেপে বসেছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ১৯১ রান। একমাত্র মুমিনুল হকের ৫৬ রান ছাড়া বলার মতো সংগ্রহ ছিল না কারোরই। জবাবে ব্রায়ান বেনেট এবং শন উইলিয়ামসের ব্যাটে চড়ে লিড পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান। শান্ত পরবর্তীতে ফিফটি পেয়েছেন। লিড উঠেছিল ১১২ রান পর্যন্ত। কিন্তু চতুর্থ দিনে এসে ব্যাটিং ব্যর্থতার সেই পুরাতন গল্প ম্যাচের লাগাম তুলে দিল জিম্বাবুয়ের কাছে।

জিম্বাবুয়ে পেসার মুজারবানি ৬টি ও ওয়েলিংটন মাসাকাদজা ২টি উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ৫ উইকেট দখল করলেন মুজারবানি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech