শিরোনাম :
উপদেষ্টা পরিষদে ২টি অধ্যাদেশ, ২টি নীতিমালা অনুমোদন এনসিপি গেলে সাদরে বরণ, জবির ছাত্রদের টিয়ারশেল-এই বিভাজন কেন? রিজভী নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে হবে : ডিএমপি কমিশনার কমিশনের কিছু প্রস্তাব দলগুলোর জন্য চ্যালেঞ্জিং : বাসদ সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান চলছে মেক্সিকোতে তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২১ দ্বিতীয় দিনের মত কাকরাইল মোড় অবরোধ করে জবির আন্দোলনকারীরা : তীব্র যানজট ঢাকার সবুজায়নে ১ জুন থেকে বৃক্ষরোপণ শুরু : ডিএনসিসি প্রশাসক উপদেস্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপের ঘটনায় নিন্দা জানালেন নেতৃবৃন্দ উপদেষ্টা মাহফুজের মাথায় জবি শিক্ষার্থীদের বোতল নিক্ষেপ

মেক্সিকোতে তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

  • আপলোড টাইম : ০১:০৭ পিএম, বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার ১৪ মে স্থানীয় সময় সকালে পুয়েব্লা রাজ্যের কুয়াকনোপালান ও ওয়াহাকা মহাসড়কে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুয়েবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল অ্যাগুইলার পালা এক্স পোস্টে জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও তিনজন মারা যান। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, একটি সিমেন্টবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ও ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কায় ট্রাকটি পাশের খাদে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

মেক্সিকান সংবাদপত্র লা জর্নাডা জানিয়েছে, একটি সিমেন্ট বোঝাই ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। ওই ট্রাকটি তার নিজের লেন ছেড়ে অন্য লেনে প্রবেশ করে। তার পরই ওই ট্রাকটি একটি বাসকে ধাক্কা মারে। এর পরই আরও একটি পরিবহন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাসটি।

প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের পর ট্রাকটি একটি খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ট্রাকটিতে। আগেও একাধিক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে মেক্সিকোতে। প্রত্যন্ত অঞ্চলে আঁকাবাঁকা ও খাড়া রাস্তায় এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এক সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, খাদ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং রাস্তার রেলিংয়ের একটি বড় অংশ চুরমার হয়ে গেছে। তবে এই ভিডিওর সত্যতা বিবিসি যাচাই করতে পারেনি।

বিবিসি লিখেছে, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর মহাসড়কে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোর তাবাস্কোতে এক বাস দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ মারা যান।  

চলতি বছরের মার্চ মাসে ওহাসাকায় যাত্রী বহনকারী বাস উল্টে গেলে কমপক্ষে ১১ জন মারা যান। এর আগে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলীয় রাজ্যের মধ্য দিয়ে যাতায়াতকারী একটি বাস খাদে পড়ে ২৯ জনের মৃত্যু হয়েছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech