Breaking News:


শিরোনাম :
মিটফোর্ডে নৃশংস হত্যাকান্ড: ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত আটক বাংলাদেশিদের তদন্তে একসঙ্গে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা নৃশংসভাবে সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান মির্জা ফখরুলের মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার ৪ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে : হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, অচল হয়ে পড়েছে যান চলাচল

বাণিজ্য জোরদার ও রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি চীন ও কানাডার 

  • আপলোড টাইম : ০২:৩৩ পিএম, শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৮ Time View
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন ও কানাডা। একইসঙ্গে, তারা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে।

বৃহস্পতিবার ১০ জুলাই প্রাপ্ত এক বার্তায় বলা হয়, কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর পৃথক বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং অগ্রাধিকার খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে।

ওয়াং ই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগে বেইজিংয়ের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং মেডিকেল ট্যুরিজম ও পানি ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি জানান, সাম্প্রতিক চীন বিনিয়োগ সম্মেলনের ধারাবাহিকতায় বেইজিং বাংলাদেশের পরিকল্পনা, বস্ত্র, জ্বালানি ও হালকা প্রকৌশল খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহী।

পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাজনৈতিক ও উন্নয়ন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এখন অত্যন্ত জরুরি।

তিনি এ সংকটে চীনের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া, জাতিসংঘসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান।

পরে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে বাণিজ্য বৈচিত্র্যকরণ ও বাংলাদেশ-কানাডা অংশীদারিত্বকে আরও টেকসই করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আনন্দ বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ে মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং এ সংকটে অটোয়ার দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপদেষ্টা তৌহিদ হোসেন আগামীকাল অনুষ্ঠেয় ৩২তম এআরএফ মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech